শিরোনাম

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৪, ১২:১৮ রাত
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২৪, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

জিয়াবুল হক, টেকনাফ : কক্সবাজারের টেকনাফে ক্ষতিগ্রস্ত ২ হাজার ৫শ কৃষকের মাঝে বিনামূল্যে বোরো হাইব্রিড ধান বীজ, উফশী ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ১২ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা কৃষি অধিদপ্তরের সম্মেলন কক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।

সভায় উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এসএম শাহজাহান, টেকনাফ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান, মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা চিন্ময় বড়ুয়া মানস প্রমুখ।

২০২৪-২৫ অর্থবছরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচি খাতের আওতায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিনামূল্যে এই পণ্যগুলো বিতরণ করা হয়।
এসময় একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নের ৫শ কৃষককে হাইব্রিড ব্রীজ, ২ হাজার জন কৃষককে ৫ কেজি করে উপশী, ১০ কেজি করে ডিএপি, ১০ কেজি করে এমওপি সার ও ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়।

সভায় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে যোগাযোগ রেখে বিনামূল্যে দেওয়া বীজ ও সারগুলো কাজে লাগিয়ে উন্নত বীজ ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন ধরনের ফসলে উৎপাদন বৃদ্ধি করার জন্য পরামর্শ প্রদান করা হয়। আগামীতে বরাদ্ধ আরও বাড়ানো চেষ্টা করা হবে বলে কৃষকদের আশ্বস্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়