শিরোনাম
◈ ঢাকার সঙ্গে যেসব ‘শর্তে’ সম্পর্ক চাইছে দিল্লি ◈ ৩১ হাজার বাংলাদেশির মালয়েশিয়া থেকে ফিরতে নিবন্ধন ◈ বড়পুকুরিয়া খনির ১৪১৪ ফেইস থেকে  ৪.৮১ লক্ষ টন কয়লা উত্তোলন হয়েছে ◈ দেশে ‘মাইনাস টু ফর্মুলা’ সম্ভব হবে না : ড. খন্দকার মোশাররফ হোসেন ◈ ১২৭দিন পর ১৩ বন্দিকে নিয়ে সচল করা হলো শেরপুর জেলা কারাগার ◈ তথ্য উপদেষ্টা নাহিদের বক্তব্য নিয়ে ধোঁয়াশা, জনসংযোগ কর্মকর্তা প্রত্যাহার ◈ চার ফিফটিতে বাংলাদেশের রেকর্ডগড়া সংগ্রহ ◈ দেশের রিজার্ভ বেড়ে ১৯ বিলিয়নের ঘরে ◈ ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক বাংলাদেশি নাবিকদের ফেরানো হবে: পররাষ্ট্র সচিব ◈ ঢাকার সঙ্গে গাজীপুরবাসীর যোগাযোগ আরও সহজ করতে চালু হচ্ছে ৪ জোড়া কমিউটার ট্রেন

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৪, ১২:১৭ রাত
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২৪, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই দিন বন্ধ থাকার পর টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ট্রলার চলাচল শুরু

জিয়াবুল হক, উখিয়া-টেকনাফ (কক্সবাজার) : কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ট্রলার চলাচল শুরু হয়েছে। দুদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে জরুরি খাদ্যপণ্য ও সেন্টমার্টিন দ্বীপের  কিছু বাসিন্দাকে নিয়ে টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওয়ানা দেয় দুটি ট্রলার। টেকনাফ-সেন্টমার্টিন ট্রলার মালিক সমিতির সভাপতি রশিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের কারণে পরিস্থিতি বুঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে সব ধরনের ট্রলার চলাচল বন্ধ রাখতে বলা হয়েছিল। বর্তমানে নাফনদীর সীমান্ত পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। মিয়ানমারের গোলাচর এলাকা এড়িয়ে জোয়ারের সময় বাংলাদেশ অংশ দিয়ে ট্রলার চলাচল করছে। বৃহস্পতিবার দুপুরে দুটি ট্রলার খাদ্যপণ্যসহ কিছু যাত্রী নিয়ে টেকনাফ থেকে সেন্টমার্টিনে গেছেন।

এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, নিরাপত্তার কথা বিবেচনা করে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ট্রলার চলাচল বন্ধ রাখার জন্য বলা হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় জরুরি খাদ্যপণ্যসহ দ্বীপের বাসিন্দারা সেন্টমার্টিন যেতে পারবেন। তিনি আরও বলেন, জোয়ারের সময় বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে তারা আসা-যাওয়া করবেন। তবে মিয়ানমারের সীমান্তে কোনো ট্রলার না যাওয়ার জন্য বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়