এস এম সালাহউদ্দিন, আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা : আনোয়ারা উপজেলার পারকি সৈকতের পারকী লুসাই পার্কের উদ্বোধন ঘিরে স্থানীয়দের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকাল ৫ টায় পারকি লুসাই পার্কের সামনে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন করে বিএনপি।
উপজেলা বিএনপির সিনিয়র সদস্য আবদুল গফুর সাওদাগরের সভাপতিত্বে ও যুবদল নেতা মঈন উদ্দিনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক নুর শাহেদ খান রিপন, পারকি বীচ ব্যবসায়ী কমিটির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক জামাল পাটোয়ারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল মালেক, রবিউল হোসেন, রফিক উদ্দিন রনি, বিএনপি নেতা মোহাম্মদ হোসেন বাসি, যুব দলের সদস্য জিয়াউর রহমান জিয়া মো সাদেক, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো ফারুক ও মো আতিক প্রমুখ।
বক্তারা বলেন, লুসাই পার্কের মালিক বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, এই লুসাই পার্কে বসেই কাইয়ুম শাহ বিএনপি নেতা কর্মীদের মামলা- হামলা ও লুঠপাটের ষড়যন্ত্র করত। আওয়ামীলীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে গেলেও নানা ষড়যন্ত্র করতে থাকে। সেই লুসাই পার্ক আবারো চালু করার পায়তারা করছে। আমরা এটা বন্ধ রাখার দাবী জানাচ্ছি। অন্যতায় আমরা বৃত্তর আন্দোলনের ডাক দেব। মানব বন্ধনে দুই শতাধিক লোক উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :