শিরোনাম
◈ দেশে ‘মাইনাস টু ফর্মুলা’ সম্ভব হবে না : ড. খন্দকার মোশাররফ হোসেন ◈ ১২৭দিন পর ১৩ বন্দিকে নিয়ে সচল করা হলো শেরপুর জেলা কারাগার ◈ তথ্য উপদেষ্টা নাহিদের বক্তব্য নিয়ে ধোঁয়াশা, জনসংযোগ কর্মকর্তা প্রত্যাহার ◈ চার ফিফটিতে বাংলাদেশের রেকর্ডগড়া সংগ্রহ ◈ দেশের রিজার্ভ বেড়ে ১৯ বিলিয়নের ঘরে ◈ ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক বাংলাদেশি নাবিকদের ফেরানো হবে: পররাষ্ট্র সচিব ◈ ঢাকার সঙ্গে গাজীপুরবাসীর যোগাযোগ আরও সহজ করতে চালু হচ্ছে ৪ জোড়া কমিউটার ট্রেন ◈ ১৬ ডিসেম্বর রাজপথে আন্দোলনের ডাক দেয়ার তথ্যটি মিথ্যা ও অপপ্রচার : সোহেল তাজ ◈ নির্মাণকাজের ধুলা, ইটভাটা এবং যানবাহনের ধোঁয়া নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে: পরিবেশ উপদেষ্টা ◈ ১০  এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৪, ০৭:৫৪ বিকাল
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের ৮ কোটি কৃষক ফ্যাসিস্টদের প্রতিহত করবে : বিএনপি নেতা শহিদুল 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, ৫ই আগস্ট বাংলাদেশে গণঅভ্যুত্থানের মুখে ভয়ংকর ফ্যাসিস্ট শেখ হাসিনা তার পরিবারসহ ভারতে পালিয়ে গেছে। এখন সেখানে বসে দেশে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করতে চায়। আমরা তাদের কোন হুমকি-ধামকিকে পরোয়া করি না। বাংলাদেশের ৮ কোটি কৃষক তাদের প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।

জাতীয়তাবাদী কৃষক দলের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুর আয়োজিত কৃষক দলের এক বিশাল সমাবেশে শহিদুল ইসলাম বাবুল এ কথা বলেন।
 
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল ৪ টায় ফরিদপুর শহরের ব্রাহ্ম সমাজ সড়কে এ র্য্যালী পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুর রহমান শহীদের সভাপতি এ সময় জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াবা ইউসুফ, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, মহানগর কৃষক দলের সভাপতি অ্যাড. মোহা. মামুন অর রশিদ মামুন সহ বিএনপি ও কৃষক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 
সমাবেশ শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বিশাল র্যালি বের করা হয়।

শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভাঙ্গা রাস্তার মোড়ে যে র্যালিটি শেষ হয়। কৃষক দলের নেতাকর্মীরা বর্ণাঢ্য সাজে ব্যান্ড পার্টি সহকারে র্যালিতে অংশ নেন। কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক এতে যোগ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়