শিরোনাম
◈ বিএসএমএমইউর দুই চিকিৎসকসহ ১৫ কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত ◈ লাইভে এসে শেখ মুজিব ও জিয়াউর রহমানকে নিয়ে যা বললেন মেজর ডালিম (ভিডিও) ◈ মারা গেছেন বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র ◈ সম্পর্কের টানাপোড়েন আর বাড়াতে চায় না বাংলাদেশ-ভারত! ◈ বিশ্ব ভ্রমনের স্বপ্নে বাংলাদেশে  পর্তুগাল নারী মারা আলেকজান্ডার পারদোসা মারটুইস ◈ চিকিৎসার জন্য মঙ্গলবার লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ◈ উপহারের ফ্ল্যাট নিয়ে মিথ্যাচার করায় টিউলিপকে পদত্যাগের চাপ, হারাতে পারেন মন্ত্রিত্ব ◈ ফাহিম ভাইর সঙ্গে আমার দ্বন্দ্ব নেই, সমস্যার সমাধান হয়ে গেছে: বিসিবি সভাপতি ◈ হামলার নেপথ্যে বারবার সারজিসের নাম আসছে, তাকে অবস্থান পরিষ্কার করতে হবে : নুর (ভিডিও) ◈ ইসরায়েলকে আরও ৮০০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৪, ০৭:২৫ বিকাল
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২৪, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাশকতাকারীদের কোন ছাড় নয় : শেরপুরে রেঞ্জ ডিআইজি

তপু সরকার হারুন জেলা প্রতিনিধি শেরপুর : আগামী দিনে যারা নাশকতা করবে তাদের কোন ছাড় নয় বলে জানিয়েছেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. মো. আশরাফুর রহমান। তিনি ১২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে শেরপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে জেলার সুশীল সমাজের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন ।

আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ন ও ২৫ ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন ও ৩১ ডিসেম্বর থার্টি ফাস্ট নাইট উপলক্ষে নাশকতা কারী সন্ত্রাসীরা শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা করার পাঁয়তারা করছেন। এই নাশকতা ঠেকাতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সমাজের সুশীল সমাজ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এগিয়ে আসতে হবে।

শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল চৌধুরী, পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান, জেলা জামায়াতের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাদল , শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা শেরপুর ডায়াবেটিস সমিতির সভাপতি ও বিশিষ্ঠ সমাজ সেবিকা রাজিয়া সামার ডালিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান প্রমুখ।

শেরপুর সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল আহসান, র‌্যাব-১৪’র জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আব্দুর রাজ্জাকসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনী ও পুলিশের বিভিন্ন স্তরের শীর্ষ কর্মকর্তা এবং সুশীল সমাজের বিভিন্ন গনমাধ্যম কর্মী ওনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়