শিরোনাম
◈ ১০  এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা ◈ সুমাইয়াকে অধিনায়ক করে নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা ◈ রাজশাহীকে হারালো ঢাকা মেট্রো, রংপুর জিতলো ঢাকা বিভাগের বিরুদ্ধে ◈ বেসরকারি খাত উন্নয়নে আরও ১২০০ কোটি টাকা দেবে এডিবি ◈ এবার যে কারণে শীতের অনুভূতি বেশি হবে ◈ ১৮টি ব্যাংকের বিপদের কারণ হতে পারে শীর্ষ তিন গ্রাহক ◈ শেখ হাসিনাকে নিয়ে যে বিস্ফোরক মন্তব্য করলেন সাকা চৌধুরীর ছেলে! (ভিডিও) ◈ অস্ট্রেয়িার কাছে হোয়াইট ওয়াশের পর ভারতের কপালে জুটলো আইসিসির সাজাও ◈ পুলিশের যেসব নিষেধাজ্ঞা থাকছে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট ঘিরে ◈ ঢাকার যেসব এলাকায় শুক্রবার গ্যাস থাকবে না

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৪, ০৭:২৩ বিকাল
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২৪, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেনীতে নিখোঁজ শিশুর শিক্ষার্থীর লাশ উদ্ধার, আটক-৩

এম. এমরান পাটোয়ারী, ফেনী প্রতিনিধি : ফেনীতে নিখোঁজের ৪ দিন পর আহনাফ নাশিত নামে ১০ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে ফেনী মডেল থানার পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ফেনী শহরতলী দেওয়ানগঞ্জ এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিতহ শিশু আহনাফ ফেনী একাডেমি এলাকার বাসিন্দা মাইন উদ্দিন সোহাগের ছেলে ও ফেনী গ্রামরা স্কুলের ৩য় শ্রেণির ছাত্র। সূত্রে জানা গেছে, আহনাফ নাশিত গত ৮ ডিসেম্বর সহপাঠীদের সাথে ফেনী শহরের একাডেমি আতিকুল আলম সড়কে প্রাইভেট পড়তে যায়।প্রাইভেট শেষে সে আর বাসায় ফিরে আসেনি। নিখোঁজের পর থেকে  নাশিতের বাবা মাইন উদ্দিন সোহাগের কাছে একটি নাম্বার থেকে ১২ লাখ টাকা মুক্তিপন চাওয়া হয়। মাইন উদ্দিন এ ঘটনায় অজ্ঞাত কয়েক জনকে  আসামী করে ফেনী মড়েল থানায় একটি অপহরণ মামলা দায়ের করে।

এ ঘটনায় পুলিশ একজনকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের বৃত্তিতে আজ বৃহস্পতিবার দুপুরে ফেনীর দেওয়ানগঞ্জ থেকে নাশিতের লাশ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে ফেনী মড়েল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমানসহ পুলিশের উদ্ধতন কর্মকর্তরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এসময় নিখোঁজ আহনাফ নাশিতের বাবা মাইন উদ্দিন সোহাগ লাশটি তার ছেলে বলে সনাক্ত করে। পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, অপহরণ মামলা টি দায়েরের ৮ ঘন্টার মধ্যে জড়িত মূল হোতা সহ তিনজনকে আটক করতে স্বক্ষম হয়েছে এবং ভিকটিমের লাশ উদ্ধার করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়