আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে দ্যা নিউ নেশন ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকার আদমদীঘি উপজেলা প্রতিনিধি সাংবাদিক মিহির কুমার সরকারকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা চেষ্টার ঘটনায় দুই সহোদর সহ ৬ জনকে আসামী করে থানায় মামলা দায়ের হয়েছে। গত ৪ ডিসেম্বর বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদমদীঘি থানা আমলী আদালতে আদমদীঘির চড়কতলা মাঝিপাড়া গ্রামের আহত সাংবাদিক মিহির সরকারের স্ত্রী তাপসি রানী বাদি হয়ে একই গ্রামের বিভাষ চন্দ্র সরকার, বিকাশ চন্দ্র সরকার, তার স্ত্রী বাসকি রানী সরকারসহ ছয় জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।
আদালত বাদিনীর অভিযোগটি আমলে নিয়ে এজাহার হিসাবে গ্রহন করার জন্য ওসি আদমদীঘি থানাকে নির্দেশ দিলে গত বুধবার (১১ ডিসেম্বর) রাতে মামলাটি রেকর্ডভুক্ত করা হয়।
মামলা সুত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার চড়কতলা মাঝিপাড়া গ্রামের সাংবাদিক মিহির সরকার ও বিভাষ সরকারদের মধ্যে পারিবারিক জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত ২৬ নভেম্বর দুপুরে বিবাদমান জমিতে মিহির সরকার হালচাষ করার সময় আসামীরা দলবদ্ধ ভাবে লাঠি, হাতুরি ও ধারালো অস্ত্র নিয়ে হালচাষে বাধা সৃষ্ঠি করে। এসময় মিহির সরকার আসামীদের বাধা দিতে নিষেধ করায় বাকবিতন্ডার এক পর্যায়ে বিভাস চন্দ্র সরকার অপর আসামীদের সহযোগিতায় মিহির সরকারকে হত্যার উদ্দেশ্যে তার মাথা ও শরীরে হাতুরি ও লাঠি দিয়ে বেদম মারপিটে মারাত্মক জখম করে। এতে সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
এসময় তার স্ত্রী মামলার বাদিনী তাপসি রানী সরকার স্বামীকে উদ্ধার করতে এগিয়ে এলে আসামীরা তাকেও মারপিটে আহত করে। আহত সাংবাদিক মিহির সরকারকে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে কয়েক দিন চিকিৎসা দেয়ার পর বর্তমানে শর্য্যাশায়ী রয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান মামলা রেকর্ডভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামী গ্রেপ্তার হয়নি।
আপনার মতামত লিখুন :