শিরোনাম
◈ বড়পুকুরিয়া খনির ১৪১৪ ফেইস থেকে  ৪.৮১ লক্ষ টন কয়লা উত্তোলন হয়েছে ◈ দেশে ‘মাইনাস টু ফর্মুলা’ সম্ভব হবে না : ড. খন্দকার মোশাররফ হোসেন ◈ ১২৭দিন পর ১৩ বন্দিকে নিয়ে সচল করা হলো শেরপুর জেলা কারাগার ◈ তথ্য উপদেষ্টা নাহিদের বক্তব্য নিয়ে ধোঁয়াশা, জনসংযোগ কর্মকর্তা প্রত্যাহার ◈ চার ফিফটিতে বাংলাদেশের রেকর্ডগড়া সংগ্রহ ◈ দেশের রিজার্ভ বেড়ে ১৯ বিলিয়নের ঘরে ◈ ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক বাংলাদেশি নাবিকদের ফেরানো হবে: পররাষ্ট্র সচিব ◈ ঢাকার সঙ্গে গাজীপুরবাসীর যোগাযোগ আরও সহজ করতে চালু হচ্ছে ৪ জোড়া কমিউটার ট্রেন ◈ ১৬ ডিসেম্বর রাজপথে আন্দোলনের ডাক দেয়ার তথ্যটি মিথ্যা ও অপপ্রচার : সোহেল তাজ ◈ নির্মাণকাজের ধুলা, ইটভাটা এবং যানবাহনের ধোঁয়া নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে: পরিবেশ উপদেষ্টা

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৪, ০৬:০৬ বিকাল
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২৪, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পবিপ্রবির সঙ্গে নিউজিল্যান্ডের ফিস সেফটি ফাউন্ডেশনের সমঝোতা চুক্তি

নিনা আফরিন,পটুয়াখালী : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে নিউজিল্যান্ডের ফিস সেফটি ফাউন্ডেশন। ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় ভাইস-চ্যান্সেলর কার্যালয়ের কনফারেন্স রুমে এটি অনুষ্ঠিত হয়। 

পবিপ্রবি'র রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মামুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার অধ্যাপক মোঃ আবদুল লতিফ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ফিসারিজ টেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান।

নিউজিল্যান্ডের ফিস সেফটি ফাউন্ডেশন এর পক্ষে অনলাইনে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন উক্ত ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এরিক হলিডে। সমঝোতা স্বাক্ষর সম্পর্কে তিনি বলেন, ফিশার প্রকল্পের অধীনে এই সমঝোতা স্মারকটি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সমুদ্রগামী জেলেদের নিরাপত্তার উন্নতির জন্য একটি ‘স্টেপিং স্টোন’ এবং ‘মাইল স্টোন’। তিনি ফিশ এসএএফই- ২০২৫ প্রকল্পে পবিপ্রবি-এর সাথে কাজ করতে পেরে সন্তুষ্ট ও খুশি। বাংলাদেশের উপকূলীয় মৎস্যজীবীদের কল্যাণে তিনি আরও কাজ করার আশা ব্যক্ত করেন।

ফিসার প্রজেক্ট বাংলাদেশ এর কোঅর্ডিনেটর অধ্যাপক ড. মোঃ সাজিদুল হক প্রকল্পের বিষয়বস্তুর বিস্তারিত উপস্থাপন করে বলেন, বাংলাদেশ এর উপকূলীয় মৎস্যজীবীদের জীবন যাত্রা ঝুঁকিপূর্ণ। মৎস্যজীবিদের পেশাগত নিরাপত্তা উন্নয়নে ফিসসেফ ২০২৫ প্রকল্প ফিস সেফটি ফাউন্ডেশন নিউজিল্যান্ডের সাথে যৌথভাবে পরিচালিত হয়েছে। তারই ধারাবাহিকতায় ফিসার প্রকল্পের আওতায় আজকের এ সমঝোতা স্বাক্ষর পবিপ্রবির গবেষণা ও উপকূলীয় মৎস্যজীবিদের নিরাপদ জীবন যাত্রায় অধিকতর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, শুধু বাংলাদেশেই নয়, বিশ্বব্যাপী উপকূলীয় জনগোষ্ঠী তাদের জীবিকা নির্বাহের জন্য বেশিরভাগই মাছ ধরা এবং মৎস্য-সংক্রান্ত কর্মকাণ্ডের ওপর নির্ভরশীল। উপকূলীয় জেলেদের পেশা সবচেয়ে ঝুঁকিপূর্ণ কারণ তারা সমুদ্রে মাছ ধরে এবং ঘূর্ণিঝড়, ঝড় এবং জলদস্যুদের আক্রমণের মতো চরম জলবায়ু ঘটনা দ্বারা প্রভাবিত হয়। নিরাপত্তা জ্ঞান, যন্ত্রপাতি, সচেতনতা, প্রযুক্তি, প্রশিক্ষণের অভাবে প্রতি বছর জেলে মারা যায়। ফিশার্স প্রকল্পের অধীনে পিএসটিইউ এবং ফিশ সেফটি ফাউন্ডেশন নিউজিল্যান্ডের মধ্যে সমঝোতা স্মারকটি মাছ ধরা সম্পর্কিত প্রাণহানি, শারীরিক আঘাত-অসুখ, ডাকাতির আক্রমণ এবং অন্যান্য পেশাগত নিরাপত্তা এবং স্বাস্থ্য সমস্যাগুলিকে মোকাবেলা করবে, এইভাবে জেলেদের জীবন নিরাপদ এবং উন্নত হবে।

তিনি আরও বলেন, ফিস সেফটি ফাউন্ডেশন এর সাথে এ সমঝোতা চুক্তির মাধ্যমে উভয় পক্ষের মধ্যে যৌথ গবেষণা কার্যক্রম, উচ্চতর প্রশিক্ষণ ও মানবসম্পদ উন্নয়নে শিক্ষক ও ছাত্র বিনিময় এবং উপকূলীয় মৎস্যজীবীদের জীবন যাত্রা নিয়ে গবেষণা কার্যক্রমের দ্বার উন্মোচন করল। 

এসময় উপস্থিত ছিলেন পবিপ্রবি'র এলএলএ অনুষদের ডিন অধ্যাপক মোঃ জামাল হোসেন, পোস্ট গ্রাজুয়েট স্ট্যাডিজ এর ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, মাৎস্য বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মোঃ লোকমান আলী এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মোঃ ইমাদুল হক প্রিন্সসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, ফিসারিজ টেকনোলজি বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়