জিয়াবুল হক, টেকনাফ : কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের দৈংগা কাটা এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশী অস্ত্র ও ৩টি গোলাবারুদসহ একজন অস্ত্র কারবারীকে আটক করেছে র্যাব-১৫।
বুধবার (১১ ডিসেম্বর) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন, কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক মো. কামরুজ্জামান।
তিনি জানান, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের দৈংগা কাটা এলাকায় একজন মাদক কারবারী ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে, ১১ ডিসেম্বর ভোর সকালে র্যাব-১৫ কক্সবাজার সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের চৌকস আভিযানিক দল উক্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১টি বিদেশী অস্ত্র ও ৩টি গোলাবারুদসহ একজন অস্ত্র কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। যা পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
আটককৃত অস্ত্র কারবারী হল, হোয়াইক্যং ইউনিয়নের দৈংগা কাটা এলাকার মৃত আবুল হোছনের ছেলে মো. আমির হামজা (৩৮)।
তিনি আরও জানান, আটককৃত আসামী টেকনাফের একজন চিহ্নিত অস্ত্র কারবারী। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটককৃত অস্ত্র কারবারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।
আপনার মতামত লিখুন :