শিরোনাম
◈ বড় রদবদল আসছে প্রশাসনে, শিগগিরই প্রজ্ঞাপন ◈ অভিনেত্রী শমী কায়সারের জামিন স্থগিত ◈ ই-সিগারেট আমদানি নিষিদ্ধ করছে সরকার! ◈ ৩০০ আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত, যারা আছেন এই তালিকায়... ◈ ভারতকে চাপে রাখা ও বন্ধুত্ব দুই দিকেই এগুচ্ছে বিএনপি ◈ সার্ককে সক্রিয় করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে আবারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা  ◈ মৃত জেনেও ডিএসইর দুই পরিচালককে বিএসইসির তলব ◈ তালিকা প্রকাশ এসএসসি পরীক্ষাকেন্দ্রের ◈ ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ভিডিও প্রচার, সত্যতা জানালো রিউমর স্ক্যানার ◈ আয়নাঘরের কথা, গুম-খুন স্বীকার করলেন র‌্যাবের মহাপরিচালক, চাইলেন ক্ষমা (ভিডিও)

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৪, ০১:১২ দুপুর
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২৪, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে অস্ত্র ও গোলাবারুদসহ আটক-১

জিয়াবুল হক, টেকনাফ : কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের দৈংগা কাটা এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশী অস্ত্র ও ৩টি গোলাবারুদসহ একজন অস্ত্র কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫।

বুধবার (১১ ডিসেম্বর) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন, কক্সবাজার র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক মো. কামরুজ্জামান।

তিনি জানান, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের দৈংগা কাটা এলাকায় একজন মাদক কারবারী ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে, ১১ ডিসেম্বর ভোর সকালে র‌্যাব-১৫ কক্সবাজার সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের চৌকস আভিযানিক দল উক্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১টি বিদেশী অস্ত্র ও ৩টি গোলাবারুদসহ একজন অস্ত্র কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। যা পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।

আটককৃত অস্ত্র কারবারী হল, হোয়াইক্যং ইউনিয়নের দৈংগা কাটা এলাকার মৃত আবুল হোছনের ছেলে মো. আমির হামজা (৩৮)।

তিনি আরও জানান, আটককৃত আসামী টেকনাফের একজন চিহ্নিত অস্ত্র কারবারী।  উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটককৃত অস্ত্র কারবারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়