শিরোনাম
◈ আয়নাঘরের কথা, গুম-খুন স্বীকার করলেন র‌্যাবের মহাপরিচালক, চাইলেন ক্ষমা (ভিডিও) ◈ প্রাথমিকের শিক্ষকদের জন্য বড় সুখবর দিলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ◈ চিন্ময়ের জামিন: জেলা পিপির ‘বিশেষ নির্দেশনা’ নিয়ে আদালতপাড়ায় অস্বস্তি, ক্ষোভ ◈ তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্য রাজনীতিবিরোধী : মির্জা ফখরুল ◈ চ্যাম্পিয়ন্স লিগ, জুভেন্টাসে কুপোকাৎ ম্যানচেস্টার সিটি ◈ চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা ৩-২ গোলে বরুশিয়া ডর্টমুন্ডকে হারালো ◈ সংখ্যালঘু নিপীড়নে নিহত দাবি করা যোগসূত্র মেলেনি ৯ মৃত্যুর আটটিতে ◈ ভারতে এসে খেলতে হলে বাংলাদেশকে আগে ক্ষমা চাইতে হবে: অশোক ডিন্ডা ◈ এএফপির প্রতিবেদন, চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে জটিলতার অবসান হলো না ◈ উৎসব ছাড়া জানুয়ারিতেই পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৪, ০১:১২ দুপুর
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২৪, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে অস্ত্র ও গোলাবারুদসহ আটক-১

জিয়াবুল হক, টেকনাফ : কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের দৈংগা কাটা এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশী অস্ত্র ও ৩টি গোলাবারুদসহ একজন অস্ত্র কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫।

বুধবার (১১ ডিসেম্বর) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন, কক্সবাজার র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক মো. কামরুজ্জামান।

তিনি জানান, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের দৈংগা কাটা এলাকায় একজন মাদক কারবারী ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে, ১১ ডিসেম্বর ভোর সকালে র‌্যাব-১৫ কক্সবাজার সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের চৌকস আভিযানিক দল উক্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১টি বিদেশী অস্ত্র ও ৩টি গোলাবারুদসহ একজন অস্ত্র কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। যা পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।

আটককৃত অস্ত্র কারবারী হল, হোয়াইক্যং ইউনিয়নের দৈংগা কাটা এলাকার মৃত আবুল হোছনের ছেলে মো. আমির হামজা (৩৮)।

তিনি আরও জানান, আটককৃত আসামী টেকনাফের একজন চিহ্নিত অস্ত্র কারবারী।  উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটককৃত অস্ত্র কারবারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়