শিরোনাম
◈ জঙ্গি অভিযান নাটক ছিলো, আয়নাঘরের কথা, গুম-খুন স্বীকার করলেন র‌্যাবের মহাপরিচালক, চাইলেন ক্ষমা (ভিডিও) ◈ প্রাথমিকের শিক্ষকদের জন্য বড় সুখবর দিলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ◈ চিন্ময়ের জামিন: জেলা পিপির ‘বিশেষ নির্দেশনা’ নিয়ে আদালতপাড়ায় অস্বস্তি, ক্ষোভ ◈ তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্য রাজনীতিবিরোধী : মির্জা ফখরুল ◈ চ্যাম্পিয়ন্স লিগ, জুভেন্টাসে কুপোকাৎ ম্যানচেস্টার সিটি ◈ চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা ৩-২ গোলে বরুশিয়া ডর্টমুন্ডকে হারালো ◈ সংখ্যালঘু নিপীড়নে নিহত দাবি করা যোগসূত্র মেলেনি ৯ মৃত্যুর আটটিতে ◈ ভারতে এসে খেলতে হলে বাংলাদেশকে আগে ক্ষমা চাইতে হবে: অশোক ডিন্ডা ◈ এএফপির প্রতিবেদন, চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে জটিলতার অবসান হলো না ◈ উৎসব ছাড়া জানুয়ারিতেই পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৪, ০১:০৫ দুপুর
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২৪, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার তিতাসে ছেলেসহ সাবেক ইউপি চেয়ারম্যান যৌথবাহিনীর হাতে গ্রেফতার

মোশায়ারা আক্তার জলি, দাউদকান্দি(কুমিল্লা)প্রতিনিধি : কুমিল্লার তিতাসে জগতপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও তার ছেলেকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ২টায় তিতাস থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালিয়ে উপজেলা জগতপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের নিজবাড়ি থেকে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান ও তার ছেলে মারুফ হাসান জিমিকে গ্রেফতার করা হয়। 


পুলিশ জানায়, ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তিতাস থানায় দায়ের করা মামলার আসামি আওয়ামী লীগ নেতা  মুজিবুর রহমান চেয়ারম্যান ও তার ছেলে মারুফ হাসান জিমি। স্থানীয়রা জানায়, মজিব চেয়ারম্যান ২০২১ সালে ভিজিএফের চাল আত্মসাৎ করে স্থানীয়দের কাছে ধরা পড়ে ছিল। আওয়ামী লীগ নেতা হওয়ায় ওই সময় তিনি পার পেয়ে যান। 

তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তিতাস থানায় দায়ের করা মামলার আসামি মুজিব চেয়ারম্যান ও তার ছেলে জিমি। মঙ্গলবার রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।  বুধবার (১১ ডিসেম্বর) তাদেরকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়