মোশায়ারা আক্তার জলি, দাউদকান্দি(কুমিল্লা)প্রতিনিধি : কুমিল্লার তিতাসে জগতপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও তার ছেলেকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ২টায় তিতাস থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালিয়ে উপজেলা জগতপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের নিজবাড়ি থেকে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান ও তার ছেলে মারুফ হাসান জিমিকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তিতাস থানায় দায়ের করা মামলার আসামি আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান চেয়ারম্যান ও তার ছেলে মারুফ হাসান জিমি। স্থানীয়রা জানায়, মজিব চেয়ারম্যান ২০২১ সালে ভিজিএফের চাল আত্মসাৎ করে স্থানীয়দের কাছে ধরা পড়ে ছিল। আওয়ামী লীগ নেতা হওয়ায় ওই সময় তিনি পার পেয়ে যান।
তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তিতাস থানায় দায়ের করা মামলার আসামি মুজিব চেয়ারম্যান ও তার ছেলে জিমি। মঙ্গলবার রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) তাদেরকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :