এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে গলায় ফাঁস দেওয়া হাওয়া বিবি (৫৫) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। হাওয়া বিবি উপজেলার চাঁপাপুর ইউপির সিংগাহার গ্রামের মৃত জামেদ হোসেনের স্ত্রী।
জানা যায়, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন হাওয়া বিবি। তাকে সুস্থ করার জন্য চিকিৎসা চলছিলো। এরপরেও তাকে সুস্থ করা সম্ভব হয়নি। গত মঙ্গলবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। বুধবার সকালে তাকে ডাকতে গিয়ে দেখেন ঘরের বাঁশের তীরের সাথে গলায় দড়ি ফাঁস দিয়ে মৃত অবস্থায় তিনি ঝুলছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে এটি আত্মহত্যা। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের নিকট লাশটি হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :