শিরোনাম
◈ 'ধৈর্যের বাঁধ ভাঙলে’ মানুষই ব্যবস্থা নেবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ বেরোবির ১১ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ অফিস ফাঁকির অভিযোগে ◈ বিমানবন্দরে গ্রেফতার ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ◈ হাহাকার বেড়েই চলছে কলকাতার ‘মিনি বাংলাদেশ’-এ, বন্ধের পথে অনেক হোটেল-রেঁস্তোরা ◈ আওয়ামী লীগ নামে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: সালাহউদ্দিন আহমেদ ◈ পরিবর্তন হচ্ছে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার সংজ্ঞা, বাদ যাচ্ছে শেখ মুজিবের নাম ◈ সাবেক উপজেলা চেয়ারম্যান  হান্নান অস্ত্রসহ গ্রেফতার  ◈ শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ সবাই খালাস ◈ নতুন রাজনৈতিক দল আসছে ছাত্র-তরুণদের নেতৃত্বে (ভিডিও) ◈ জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৪, ০২:৪০ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে বিএনপির দুইগ্রু‌পের সংঘ‌র্ষে আহত ১

আরমান কবীর: টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে আধিপত‌্য বিস্তার‌কে কেন্দ্র ক‌রে কেন্দ্রীয় বিএন‌পির দুই নেতার কর্মী সমর্থক‌দের ম‌ধ্যে সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে‌ছে। সংঘ‌র্ষে পৌরসভা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম গুরুতর আহতবস্থায় হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। 

র‌বিবার (৮ ডি‌সেম্বর) সন্ধ্যা সা‌ড়ে ৭টার দি‌কে উপজেলার শাহজাহান সিরাজ ক‌লে‌জের সাম‌নে এই ঘটনা ঘ‌টে।  আহত মুজা‌হিদুল ইসলাম কেন্দ্রীয় বিএনপি'র সহ-সংগঠনিক সম্পাদক বেন‌জির আহমেদ টিটুর কর্মী। কেন্দ্রীয় বিএনপির সদস্য লুৎফর রহমান মতিনের কর্মী-সমর্থকরা এই হামলা ক‌রে‌ছে ব‌লে অ‌ভি‌যোগ উঠে‌ছে। 

জানা গে‌ছে, ‌‌কেন্দ্রীয় বিএন‌পির নেতা  আহমেদ টিটুর লোকজন শাহজাহান সিরাজ ক‌লে‌জের একজন শিক্ষার্থী‌কে মারধর ক‌রে। প‌রে বিষয়‌টি স্থানীয় বিএন‌পি'র লোকজন মিমাংসা করে দেয়। এই ঘটনা‌কে কেন্দ্র ক‌রে বিএন‌পি নেতা টিটু ও ম‌তি‌নের লোকজন ক‌লেজ এলাকায় মোটরসাইকেল শোডাউন ক‌রে। প‌রে টিটুর গ্রু‌পের লোকজন ক‌লে‌জের অধ‌্যক্ষের ক‌ক্ষে মি‌টিং করার সময় বিএন‌পি নেতা ম‌তি‌নের লোকজন গি‌য়ে দেশীয় অস্ত্র দি‌য়ে হামলা ক‌রে। এতে পৌরসভা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলামকে কু‌পি‌য়ে আহত করা হয়। পৌর যুবদ‌লের সা‌বেক সভাপ‌তি র‌ফিকুল ইসলাম র‌ফি‌কের নেতৃ‌ত্বে হামলা ক‌রে শান্ত না‌মের একজন বিএনপি কর্মী। এছাড়া তৌ‌হিদ না‌মের আরেক কর্মী‌কে লা‌ঠি‌ দি‌য়ে পিটা‌নো হয়। ‌প‌রে গু‌রুত্বর আহত মুজা‌হিদ‌কে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। 

এদি‌কে দেশীয় অস্ত্র নি‌য়ে হামলার করার অ‌ভিযুক্ত শান্তর বিরু‌দ্ধে ৫ আগষ্ট বৈষম‌্য বি‌রোধী ছাত্র আন্দোল‌নে শিক্ষার্থী‌দের উপর হামলা করার অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে। ওই হামলার ঘটনায় দা‌য়ের  হওয়া মামলার প্রধান আসামী করা হয় তা‌কে। 

কা‌লিহাতী থানার অফিসার ইনচার্জ (ও‌সি) আবুল কালাম ভূইয়া জানান, তুচ্ছ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে বিএন‌পি'র দুই গ্রু‌পের ম‌ধ্যে সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে‌ছে। এতে একজনকে কু‌পি‌য়ে আহত করা হ‌য়ে‌ছে। এই ব্যাপারে এখনও কোন অ‌ভি‌যোগ পাইনি। অ‌ভি‌যোগ পে‌লে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়