রোববার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেন, ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে হামলার শিকার হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর। সেখানে তাদের ব্যাগ এবং মোবাইল নিয়ে নেয়া হয়েছে।
এ ঘটনায় অনেকেই আহত হয়েছেন জানিয়ে হাসনাত বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি বাংলাদেশ সরকারের কাছে।
তবে হামলার শিকার হওয়া কেন্দ্রীয় সমন্বয়কদের নাম প্রকাশ করেননি হাসনাত।
আপনার মতামত লিখুন :