মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসনিক ভবনের পাশের একটি ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা প্রশাসনিক ভবনের ভিতরের একটি ড্রেন থেকে ককটেল ৪টি উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, সকালে পৌরসভার ভিতরে একটি ড্রেন পরিষ্কার করতে যায় পরিচ্ছন্নতা কর্মীরা। এসময় তারা ড্রেনের মধ্যে ৪টি ককটেল দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পরিত্যক্ত ৪ টি ককটেল উদ্ধার করে। ককটেলগুলো পরে ধ্বংস করা হবে।
আপনার মতামত লিখুন :