শিরোনাম
◈ ‘বিএনপি কর্মীদের’ হামলায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ৩ সাংবাদিক আহত ◈ পাঁচদিনের ব্যবধানে ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা, বৃহস্পতিবার থেকে কার্যকর ◈ আমরা কী করলাম সেটি ভবিষ্যৎ প্রজন্ম বিচার করবে: প্রধান উপদেষ্টা ◈ আলজেরিয়ার সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ◈ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে : হাসনাত আব্দুল্লাহ ◈ বাধ্যতামূলক অবসরের বিধান বাতিলের সুপারিশ ◈ উত্তাল ধানমন্ডি ৩২, ব্যাপক ভাঙচুরের পর বাড়িতে আগুন (ভিডিও) ◈ ধানমন্ডিতে বাসায় কাজের বুয়ার পরিচয়ে চাকরি নিয়ে দুর্ধর্ষ চুরি ◈ রোজায় নয়, গ্রীষ্মে লোডশেডিং হতে পারে : বিদ্যুৎ উপদেষ্টা ◈ পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনাকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে : তারেক রহমান 

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৪, ০৫:০৪ বিকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের পল্লী কবি জসীমউদ্দিনের বাড়িতে 'চিতই পিঠা' উৎসব

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : আবহমানকাল ধরে ফরিদপুরের গ্রামগঞ্জের ঘরে-ঘরে পৌষ পার্বণে রকমারি পিঠা তৈরি করার রেওয়াজ রয়েছে। আগে দাদি-নানি, মা, খালা-ফুপুরা পরম মমতায় তৈরি করতেন বিভিন্ন ধরনের পিঠা। হেমন্ত ঋতুতে ধানকাটা শুরু হয়। নতুন সে ধানের চালে তৈরি হয় নানা রকমের পিঠা। 

কিন্তু শহরের যান্ত্রিক জীবন। সবাই ছুটছে। ব্যস্ততায় কাটে সবার দিন। তাইতো গ্রামের এ পিঠা শহরে তেমন চোখে পড়েনা। তবে এবার ফরিদপুরের পল্লী কবি জসীমউদ্দিনের বাড়িতে হয়ে গেল ব্যতিক্রম 'চিতই পিঠা' উৎসব।

শনিবার (০৭ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের অম্বিকাপুরে পল্লী কবি জসীমউদ্দিনের বাড়িতে একদল ভ্রমণ পিপাসুদের উদ্যোগে এ চিতই পিঠা উৎসবের আয়োজন করা হয়। 
এ ভ্রমণ পিপাসুরা প্রথমে পল্লী কবি জসীমউদ্দিনের বাড়িতে নির্মিত 'পল্লী কবি জসীম উদ্‌দীন সংগ্রহশালা' পরিদর্শন করেন। পরে তারা পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ির সামনের কুমার নদের পাশে বসে চিতই পিঠা ও হাঁসের মাংস খেতে দেখা যায়।

এ চিতই পিঠা উৎসবে ভ্রমণ পিপাসুদের মধ্যে ছিলেন- পান্না বালা, মুমিনুল হক, পার্থ প্রতীম ভদ্র, অজয় দাস, এজাজ আহম্মেদ, হারুন-অর-রশীদ, জহির হোসেন, মানিক কুন্ডু, মাফিকুল ইসলাম, লক্ষ্মণ চন্দ্র মন্ডল, রফিকুল ইসলাম, সুব্রত কুমার পাল, শুভ বিশ্বাস, সজীব দত্ত প্রমূখ।

এব্যাপারে ভ্রমণ পিপাসু পান্না বালা বলেন, 'এই ব্যস্ততা জীবনে নিজের মতো করে কাটানোর তেমন সময় হয়ে উঠেনা আমাদের। কিন্তু, আজ আমরা একদল ভ্রমণ পিপাসুদের নিয়ে পল্লী কবি জসীমউদ্দিনের বাড়িতে এসে অনেক ভালো লাগছে। এখানে এসে পল্লী কবি জসীমউদ্দিন সম্পর্কে অনেক তথ্য জানতে পেরেছি। ঘুরে ঘুরে সব দেখেছি ও মজা করেছি।'

জহির হোসেন নামের আরেক ভ্রমণ পিপাসু বলেন, 'এখানে এসে ভ্রমণের পাশাপাশি চিতই পিঠা ও হাঁসের মাংস তৃপ্তি সহকারে খেতে পারা সত্যিই বড় ভালো লাগার।'
মাফিকুল ইসলাম নামের অপর ভ্রমণ পিপাসু বলেন, 'এই ব্যতিক্রম আয়োজনে অংশগ্রহণ করতে পেরে খুব ভালোলাগা কাজ করছে। একদিকে পল্লী কবি জসীমউদ্দিনের বাড়িতে ভ্রমণ করা হলো, সাথে চিতই পিঠা উৎসবে অংশগ্রহণ করেছি। সত্যিই আমি বিমোহিত।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়