শিরোনাম
◈ ‘বিএনপি কর্মীদের’ হামলায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ৩ সাংবাদিক আহত ◈ পাঁচদিনের ব্যবধানে ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা, বৃহস্পতিবার থেকে কার্যকর ◈ আমরা কী করলাম সেটি ভবিষ্যৎ প্রজন্ম বিচার করবে: প্রধান উপদেষ্টা ◈ আলজেরিয়ার সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ◈ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে : হাসনাত আব্দুল্লাহ ◈ বাধ্যতামূলক অবসরের বিধান বাতিলের সুপারিশ ◈ উত্তাল ধানমন্ডি ৩২, ব্যাপক ভাঙচুরের পর বাড়িতে আগুন (ভিডিও) ◈ ধানমন্ডিতে বাসায় কাজের বুয়ার পরিচয়ে চাকরি নিয়ে দুর্ধর্ষ চুরি ◈ রোজায় নয়, গ্রীষ্মে লোডশেডিং হতে পারে : বিদ্যুৎ উপদেষ্টা ◈ পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনাকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে : তারেক রহমান 

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৪, ০৫:০২ বিকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোল্ডেন ধান চাষ করে সফল হয়েছেন মধুপুরের কৃষক ডা: শফিকুল ইসলাম

লিয়াকত হোসেন জনী, মধুপুর, টাঙ্গাইল প্রতিনিধি : একই জমিতে তিন ফসল, এ যেনো এখন কৃষকের স্বপ্নের এক বাস্তবতা। প্রতি বছরই এখন কৃষকরা এক জমিতে তিন ফসল আবাদ করছেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিভিন্ন গ্রামে।

টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের কুড়িবাড়ি গ্রামের কৃষক, ডাক্তার শফিকুল ইসলাম এবার তার একই জমিতে তিন ফসলি হিসবে আমন মৌসুমে আবাদ করছেন উন্নত মানের গোল্ডেন জাতের ধান। তিনি এ মৌসুমে প্রায় দশ বিঘা জমিতে এ গোল্ডেন জাতের ধান আবাদ করেছেন। এবং দারুণ ভাবে সফলও হয়েছেন।

তিনি জানান, প্রতি বিঘা জমিতে এ জাতের ধান প্রায় ত্রিশ মন উৎপাদন হয়ে থাকে। অন্যান্য ধানের চেয়ে এ ধান আবাদে উৎপাদন খরচ ও শ্রমিক খরচ কম লাগে। এ ধান আবাদের পর সময়মতো সিরষার আবাদও করা যায়। তাই সুবিধাজনক ভাবেই এক জমিতে তিন ফসল আবাদ এখন অনেকটা সহজ হয়েছে।

নাইম ইসলাম জানান, তার মামা একজন সরকারি হাসপাতালের চিকিৎসক হয়েও কৃষিতে তার ব্যাপক আগ্রহ। তিনি জমিতে আবাদের জন্য নতুন নতুন জাত এনে থাকেন। এবার তিনি উন্নত মানের গোল্ডেন জাতের এ ধান আবাদ করেছেন। এবং একই জমিতে আমার দেখা মত তিন ফসল আবাদ করছেন।আর এ তিন ফসল আবাদে তিনি সফল ও হয়েছেন। তার এ আবাদ দেখে এখন আমরা এলাকাসী তিন ফসল আবাদে আগ্রহী হচ্ছি।

কৃষক মো. মোফাজ্জল হোসেন জানান, আমরা দেখছি ডাক্তার শফিকুল ইসলাম সাহেব তার জমিতে নতুন এই ধান আবাদ করেছেন। এতে  অনেক ফলনও পাইতেছেন এবং  দেখতেও অনেক  সুন্দর। তাছাড়া  এই ধান রোরো, আউশ,আমন এ  তিন মৌসুমে একই ভাবে আবাদ হয়। তাই এই আবাদে এখন আমরাও আগ্রহী।

উপসহকারী কৃষি অফিসার,মো. আনিসুর রহমান জানান, মধুপুরে ডাক্তার শফিকুল ইসলামই প্রথম গোল্ডেন জাতের এ ধান আবাদ করেছেন। আমরা কৃষি অফিস সার্বক্ষণিক আধুনিক চাষ পদ্ধতি ও রোগবালাই দমনের জন্য পরামর্শ প্রদান করে আসছি। আমার দেখা মতে এ ধানের ফলন অনেক ভালো। তাই আগামীতে গোল্ডেন জাতের ধান কৃষকের মাঝে সম্প্রসারণ করতে পারলে ধানের উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষককুল  লাভবান হবে বলে মনে করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়