ফিরোজ আহম্মেদ ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ কালীগঞ্জের মাঠের বিল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) সকালে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের যাত্রাপুর গ্রামের মষিয়াঘাট মাঠের বিল থেকে ৫৫ বছর বয়সী ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় জানায়, সকালে মষিয়াঘাট বিলের মধ্যে একটি পুকুরে লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, উদ্ধার হওয়া লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা এখনই বলা যাচ্ছে না।
আপনার মতামত লিখুন :