ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের বাজারে স্থানীয় পরিবহন আলমসাধুর চাপায় হাবিবুল্লাহ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে গান্না সরকারি পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু হাবিবুল্লাহ গান্না গ্রামের রাজীব হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, মায়ের সাথে রাস্তা পার হওয়ার সময় আলমসাধু শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ব্যাপারে জানতে চাইলে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় পরিবার থেকে এখনও পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি।
আপনার মতামত লিখুন :