শিরোনাম
◈ শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ সবাই খালাস ◈ নতুন রাজনৈতিক দল আসছে ছাত্র-তরুণদের নেতৃত্বে (ভিডিও) ◈ জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা ◈ ‘দায়মুক্তি’ শিরোনামে আওয়ামী লীগের লাইভ অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা ◈ ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক নয়: ট্রাম্পকে সৌদির পাল্টা জবাব ◈ এবার যশোরেও ডাস্টবিনে শেখ হাসিনার ছবি ◈ যুব চ্যাম্পিয়নশিপে  ব্রাজিল ও আর্জেন্টিনার কষ্টের জয় ◈ লন্ডনে লিফলেট বিতরণে যে নাটক করলেন আওয়ামী লীগ নেতারা, নিতে প্রত্যাখ্যান ব্যবসায়ী! (ভিডিও) ◈ গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে প্রাপ্তির ফারাক কতটা? ◈ জামায়াত এখনই নির্বাচনের প্রার্থী ঘোষণা করছে কেন?

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৪, ১১:৩৮ রাত
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কণ্ঠশিল্পী কনকচাঁপার সমর্থকদের ওপর হামলা, বিএনপির তদন্ত কমিটি

সিরাজগঞ্জের কাজীপুরে জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপার কর্মী-সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলা বিএনপি ৪৮ ঘণ্টা সময় বেধে দিয়ে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক এনামুল হকের সই করা একটি পত্রে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ৪ ডিসেম্বর কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নে দলের অনাকাঙ্ক্ষিত সমস্যার বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হলো। কমিটি আগামী ৪৮ ঘন্টার মধ্যে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কছে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।

কমিটির তিন সদস্যরা হলেন- জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী, নাজমুল হাসান তালুকদার রানা এবং তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক এম দুলাল উদ্দিন।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. রবিউল হাসান হামলার বিষয়ে বলেন, বুধবার দুপুরে উপজেলার সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর বাজারে কণ্ঠশিল্পী কনকচাঁপার সমর্থকরা বিএনপির প্রচারণা করছিল। এ সময় বর্তমান উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা ও সাধারণ সম্পাদক আব্দুস সালামের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে কনকচাঁপার অন্তত ১০ জন কর্মী-সমর্থক আহত হন। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা চিকিৎসাধীন।

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জাগো নিউজকে বলেন, ওই ঘটনায় আজ দুপুরে রবিউল হাসান (টেনিস) নামের একজন ২৬ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন। বর্তমান সেটি মামলার পর্যায়ে রয়েছে।

এদিকে এ ঘটনার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা নেই দাবি করে উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা বলেন, এ হামলার ঘটনাটি একদম অনাকাঙ্ক্ষিত। উৎস: জাগো নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়