জিয়াবুল হক, টেকনাফ : কক্সবাজারের টেকনাফের পাহাড়ী এলাকায় ‘ফাঁকা গুলি ছুড়ে অস্ত্রের মুখে জিন্মি করে’ অপহৃত দুই কৃষককে পুলিশের অভিযানের মুখে ছেড়ে দিয়েছে। জানা যায়, ৫ ডিসেম্বর বৃহস্পতিবার ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় ভুক্তভোগী কৃষকদের ছেড়ে দেওয়া হয়েছে।
উদ্ধার হওয়া কৃষকরা হলেন, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাড়া এলাকার আব্দুল মাবুদের ছেলে জাকির হোসেন (৪৫) ও একই এলাকার ভুলু মিয়ার ছেলে মোহাম্মদ জহির (৫০)।
এর আগে ৪ ডিসেম্বর বুধবার দুপুর ১২ টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় ক্ষেতে কাজ করছিলেন স্থানীয় বাসিন্দা জাকির হোসেন ও মোহাম্মদ জহির সহ আরও কয়েকজন কৃষক। এক পর্যায়ে গহীন পাহাড়ি এলাকার দিক থেকে আসা একদল দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে আকস্মিক ফাঁকা গুলি ছোড়ে। পরে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিন্মি জাকির হোসেন ও মোহাম্মদ জহিরকে তুলে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দলবেঁধে পাহাড়ে অপহৃতদের উদ্ধার করতে গেলে ডাকাতদল স্থানীয়দের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনজন গুলিবিদ্ধ হন।
এ সময় স্থানীয়রা অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আটক অপহরণকারীও হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাড়ার এজাহার মিয়ার ছেলে মো. সাদ্দাম (২৭)।
এ ব্যাপাটে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, অপহরণের খবর পেয়ে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ফাঁড়ির আইসিসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে অপহৃতদের উদ্ধারে পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরাও অভিযান চালায়। রাতেও পুলিশের অভিযান অব্যাহত ছিল। পুলিশের অভিযানের মুখে দুর্বৃত্তরা পরিস্থিতি বেগতিক দেখে বৃহস্পতিবার ভোরে অপহৃতদের কম্বনিয়া পাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় ছেড়ে দিয়েছে। পরে ভূক্তভোগী কৃষকরা নিজেদের বাড়ি ফিরে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেয়।
ওসি আরও বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ভুক্তভোগী কৃষকদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার ব্যাপারে তথ্য সংগ্রহ করেছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে এবং এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান।
আপনার মতামত লিখুন :