কামাল শিশির, রামু : রামুতে বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম চৌধুরীকে (৭৩)কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার ৫ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় তাঁকে রামু রাজারকুল আজিজুল উলূম মাদ্রাসা মাঠে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ জাহিদ রাতুল এর নেতৃত্বে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হয় এবং উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন।
এসময় রামু মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চেয়ারম্যান নুরুল হকের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ১১টায় একইস্থানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাযায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, রামু মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চেয়ারম্যান নুরুল হক, মাওলানা জসিম উদ্দিন , মরহুমের বড় ছেলে ওয়াহিদুল আলম টিটু প্রমুখ।
জানাযায় ইমামতি করেন রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফ। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আপনার মতামত লিখুন :