মোশায়ারা আক্তার জলি, দাউদকান্দি(কুমিল্লা)প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দি পৌর বাজারে নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও বাজারজাতকরণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (৪ ডিসেম্বর)বিকালে দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলাম অভিযান পরিচালনা করেন।
এ সময় দাউদকান্দি পৌর এলাকার বাজারের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয় এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ, বিতরণ ও বিক্রয়ের অপরাধে পাইকারী পলিথিন বিক্রয় করার অপরাধে বাবুল স্টোর ও প্রিয়াঙ্কা স্টোর এ দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ এর আওতায় মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও দোকান দুটিতে রক্ষিত আনুমানিক ২২ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।পরে এগুলো বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলাম জানান, ১ নভেম্বর থেকে সারা দেশে নিষিদ্ধ পলিথিন,পলিপ্রাইলিন শপিং ব্যাগ বন্ধে অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে। সরকারি নির্দেশনা মোতাবেক খুচরা দোকানে পলিথিন ব্যবহার না করার ব্যাপারে সকলকে অনুরোধ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :