শিরোনাম
◈ বাংলাদেশকে দুর্বল নতজানু শক্তিহীন ভাবার অবকাশ নেই: আইন উপদেষ্টা (ভিডিও) ◈ দীর্ঘ ফেসবুক পোস্টে মৃত্যুর জন্য ১১ জনকে দায়ি করে আত্মহত্যা তনয়ের ◈ পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ফ্রান্সে সরকার পতন ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির একান্ত বৈঠক ◈ (৫ ডিসেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ দু-একদিনের মধ্যে সুখবর আসছে: জামায়াতের আমির (ভিডিও) ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের অতিরিক্ত সদস্য মোতায়েন ◈ ভারতে হাসিনার অবস্থান ঢাকা-দিল্লি সম্পর্ককে বিরক্তিকর করছে ◈ সরকারের জাতীয় ঐক্যের আহ্বানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি  ◈ খালেদা জিয়ার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৪, ০৮:৩৭ রাত
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২৪, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইলের  প্রায় দুই হাজার  কৃষক পেল উচ্চফলনশীল ধানবীজ

লিয়াকত হোসেন জনী, মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি : উচ্চফলনশীল উন্নত জাতের  ধানবীজ পেল  মধুপুর উপজেলার প্রায় দুই সহস্র কৃষক। বুধবার  ৪ ডিসেম্বর দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে ৩ হাজার ৬শ কেজি ধানবীজ কৃষকদের হাতে তুলে দেওয়া হয়।

ধানবীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা রাকিব আল রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. সাজ্জাদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. জুবায়ের হোসেন, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাজমী নূর রাত্রিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

উপজেলা কৃষি কর্মকর্তা রাকিব আল রানা জানান, বোরো হাইব্রিড ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসুচির আওতায় ১২টি উপজেলার প্রান্তিক ও বড় কৃষকদের মাঝে উচ্চফলনশীল ধানবীজ বিতরণ করা হয়। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার জন্যই সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে।

তারই ধারাবাহিকতায় মধুপুর উপজেলাতেও প্রায় দুই সহস্র কৃষকের মাঝে এ ধান বীজ বিতরণ করা হলো। যার ফলে সরা দেশের মতো মধুপুরের কৃষকেরাও এর সুফল পাবে। ধানবীজ বিতরণের সময় মধুপুরের বিভিন্ন ইউনিয়নের প্রায় দুই সহস্র কৃষক উপস্থিত হয়ে বীজ গ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়