শেখ সেকেন্দার আলী,পাইকগাছা(খুলনা)প্রতিনিধি : খুলনার পাইকগাছায় শিকারীর ফাঁদে আটকে পড়া ৯ টি অতিথি পাখিকে মুক্ত আকাশে অবমুক্ত করে শিকারী মোঃ হুসাইন সরদার (৬০)কে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সে উপজেলার সোলাদানা ইউপির বেতবুনিয়া গ্ৰামের মৃত আব্দুল মজিদের পুএ। বুধবার (৪ডিসেম্বর) সকালে উপজেলার বেতবুনিয়া থেকে পাখি শিকারী বেতবুনিয়া গ্ৰামের মৃত আব্দুল মজিদের পুএ মোঃ হুসাইন সরদারকে ৯ টি পাখি ও ফাঁদসহ আনসার সদস্যদের একটি আটক করে।
এসময় উপজেলা এসিল্যান্ড ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ ইফতেখারুল ইসলাম শামীম মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে পাখি শিকারের অপরাধে অভিযুক্তকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জব্দকৃত ৯টি পাখি, সুরের মিউজিকযুক্ত ৩টি সাউন্ড বক্স, ৪টি জাল, উদ্ধার করে সকলের উপস্থিতিতে অবমুক্ত করার পর পাখি শিকারে ব্যবহৃত জাল ঘটনাস্থলে পুড়িয়ে নষ্ট করেন। ভ্রাম্যমান আদালতের বিচারক এসিল্যান্ড মোঃ ইফতেখারুল ইসলাম শামীম জানান, জনস্বার্থে ও পরিবেশ সুরক্ষায় উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :