ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার এক্তারপুর গ্রামের তাপস রায় (৫৫) নামের এক কাঠ মিস্ত্রির কাছ থেকে জোরপূর্বক ১ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে । এ ব্যাপারে ভুক্তভোগী কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ।
থানার করা অভিযোগ থেকে জানা গেছে , ২৯ নভেম্বর দুপুর ১২ টার দিকে ভুক্তভোগী তাপস রায় বারবাজার থেকে মোটর সাইকেল যোগে নিজ গ্রাম এক্তারপুর যাওয়ার পূর্বে সোনালীডাঙ্গা নামক স্থানে পৌছালে বাদুরগাছা গ্রামের তোরাপ মন্ডলের ছেলে রমজান মন্ডল (৩৫) , পারখির্দ্দা গ্রামের হাসিবুল হোসেনের ছেলে নাজমুল ইসলাম (২৭) , সোনালীডাঙ্গা গ্রামের লিয়াকত আলীর স্ত্রী : মোছা : জুঁই (৩২) এবং একই গ্রামের মোক্তারের ছেলে রিমন আলী (২৬) তার পথ রোধ করে মারধর করেন। এরপর তাপস রায়ের কাছে তারা এক লাখ টাকা চাঁদা দাবি করেন।
ভুক্তভোগী টাকা দিতে অস্বিকার করলে তার ব্যবহৃত মোটরসাইকেল কেড়ে রেখে দেয় ঘটনায় জড়িত ৪ জন । পরে তাপস রায় ১ লাখ টাকা সংগ্রহ করে মঙ্গলপৌতা বাজারে তাদের হাতে তুলে দিলে তারা মোটরসাইকেল ছেড়ে দেয় ।ঘটনাটি স্থানীয় গনমান্য ব্যক্তিদের জানিয়েও কোন প্রতিকার না পেয়ে ভুক্তভোগী তাপস রায় বাদী হয়ে চলতি মাসের ২ তারিখে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন । এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান , একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :