মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে নাজির উদ্দিন কার্তিক(২৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার রাত ৯ টার দিকে গোমস্তাপুর উপজেলার বাংঙ্গাবাড়ির কেতাব বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক নাজির ভারতের বিহার রাজ্যের কাটিহার জেলার আবাদপুর থানার গোবিন্দপুর গ্রামের মৃত মছির উদ্দিনের ছেলে।
নওগাঁ ব্যাটালিয়ান (১৬ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বাঙ্গাবাড়ি বিওপির সীমান্ত পিলার ২০৪/এমওপি থেকে প্রায় ১কিমি বাংলাদেশের অভ্যন্তরে কেতাব বাজার এলাকায় এক ব্যক্তির সন্দেহজনক চলাফেরা দেখে বিজিবির টহলদল তাকে আটক করে। পরে বিজিবির সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন। এ সময় পাসপোর্ট বা বৈধ কাগজপত্র না থাকায় নাজিরকে আটক করা হয়।
নওগাঁ ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে:কর্নেল সাদিকুর রহমান জানান, ১০ দিন আগে অবৈধভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন নাজির উদ্দিন। এ সময় তার কাছ থেকে বাংলাদেশি টাকা ও ভারতীয় রুপি পাওয়া যায়। আটকে পর তাকে গোমস্তাপুর থানা হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :