রামুতে মুক্তিযুদ্ধের বিজয় উৎসব উদযাপন পরিষদ গঠিত
কামাল শিশির, রামু : রামুতে মুক্তিযুদ্ধের বিজয় উৎসব উদযাপন পরিষদ '২০২৪ ইং গঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল ৪ টায় রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
এর আগে, মোক্তার আহমদের সভাপতিত্বে এবং আবুল বশর বাবুর সঞ্চালনায় মুক্তিযুদ্ধের বিজয় উৎসব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান মোক্তার আহমদ, কো-চেয়ারম্যান মেরাজ আহমেদ মাহিন চৌধুরী,ফোরকান আহমেদ, মির্জা নুরুল আবছার এবং মহাসচিব আবুল বশর বাবু সহ ৩১ সদস্য বিশিষ্ট উদযাপন পরিষদ গঠন করা হয়।
উল্লেখ্য, আগামী ২৬শে ডিসেম্বর থেকে ১লা জানুয়ারি পর্যন্ত ৭দিন ব্যাপী রামু মুক্তিযুদ্ধের বিজয় উৎসব পালন করা হবে।
আপনার মতামত লিখুন :