শিরোনাম
◈ ভারতে হাসিনার অবস্থান ঢাকা-দিল্লি সম্পর্ককে বিরক্তিকর করছে ◈ সরকারের জাতীয় ঐক্যের আহ্বানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি  ◈ খালেদা জিয়ার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ আমাকে নিয়ে যা যা ঘটছে, তা blessings in disguised হিসেবে গ্রহণ করছি : মুন্নী সাহা ◈ সবচেয়ে মূল্যবান খেলোয়াড়দের তালিকায় বেশি বয়সী মেসি-রোনালদো ◈ সিলেটে চা শ্রমিক সেজে টি-টোয়েন্টি ট্রফি উম্মোচন করলেন দুই অধিনায়ক ◈ বিওএ’র ম্যারাথন ২০ ডিসেম্বর, লোগো উন্মোচন ◈ শেখ হাসিনার শাসনামলে যে পরিমাণ অর্থ লুট করেছে তা পৃথিবীর আর্থিক ইতিহাসে সর্বোচ্চ ◈ পুলিশকে জনগণের কাছে যেতে হবে, তাদের সমস্যার কথা শুনতে হবে: ডিএমপি  ◈ অ্যাকাউন্টের বিষয়ে মুন্নী সাহার সংশ্লিষ্টতা নেই’, অস্বাভাবিক লেনদেনের কথা অস্বীকার করেছেন কবির হোসেন তাপস

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৪, ১২:১৭ দুপুর
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৪, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেঘালয়ে পাচারকালে রসুনের চালান জব্দ

হাবিব সারোয়ার, সিলেট : ভারতের মেঘালয় রাজ্যে পাচারকালে বড় ধরণের একটি রসুনের চালান জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ( বিজিবি)। একই সময় রসুনের চালান ছিনিয়ে নিতে বিজিবি টহল দলের ওপর চোরাকারবারিদের হামলায় দুই বিজিবি সদস্য আহত হয়েছেন।

সিলেট সেক্টরের ৪৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাংলাবাজার বিওপির টহল দলের উপর ওই হামলার ঘটনা ঘটেছে মঙ্গলবার সকালে।
মঙ্গলবার রাতে সিলেট সেক্টরের ৪৮- বর্ডার গার্ড ব্যাটালিয়নের  বিজিবি অধিনায়ক  এ তথ্য নিশ্চিত করে বলেন , বিজিবি টহল দলের উপর হামলায় জড়িত দেলোয়ার হোসেন ও  মোবারক হোসেন নামক দুই চোরাকারবারিকে বিজিবি আটকের পর দোয়ারাবাজার থানায় সোপর্দ করেছে।  

বিজিবির দায়িত্বশীল সুত্র জানায় , ভারতের মেঘালয় রাজ্যে পাচারকালে ১৬১ বস্তা  (৩ হাজার ২২০ কেজি) রসুন সীমান্তের মৌলারপাড় থেকে আটক করে ৪৮ বিজিবির দোয়ারাবাজারের বাংলাবাজার বিজিবির টহল দল।

আটককৃত রসুনের চালান ছিনিয়ে নিতে ২০০ থেকে ২৫০ জন চোরাকারবারি সংঘবদ্ধ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়া বিজিবির টহল দলের উপর হামলা চালায়।  
এরপর  চোরাকারবারিরা সোর্স সন্দেহে স্থানীয়  ইউপি সদস্য মো. আলা আমিনের বাড়িতে গিয়ে হামলা করে।  স্থানীয় জনসাধারণ, বিজিবি ও পুলিশের সহায়তায় তাদের গ্রেফতার করে।

সিলেট সেক্টরের ৪৮ -বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, স্থানীয় জনসাধারণ, অন্যান্য সকল আইনশৃস্খলা রক্ষাকারি বাহিনীকে মানবপাচার,সীমান্তে এপার ওপার অবৈধ অনুপ্রবেশ বন্ধে, মাদকসহ যে কোন ধরণের চোরাচালান,সীমান্তে অপতৎপরতা প্রতিরোধে বিজিবিকে সহযোগিতার আহবান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়