শিরোনাম
◈ বাংলাদেশকে দুর্বল নতজানু শক্তিহীন ভাবার অবকাশ নেই: আইন উপদেষ্টা (ভিডিও) ◈ দীর্ঘ ফেসবুক পোস্টে মৃত্যুর জন্য ১১ জনকে দায়ি করে আত্মহত্যা তনয়ের ◈ পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ফ্রান্সে সরকার পতন ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির একান্ত বৈঠক ◈ (৫ ডিসেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ দু-একদিনের মধ্যে সুখবর আসছে: জামায়াতের আমির (ভিডিও) ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের অতিরিক্ত সদস্য মোতায়েন ◈ ভারতে হাসিনার অবস্থান ঢাকা-দিল্লি সম্পর্ককে বিরক্তিকর করছে ◈ সরকারের জাতীয় ঐক্যের আহ্বানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি  ◈ খালেদা জিয়ার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৪, ১২:১১ দুপুর
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৪, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মসজিদের ইমাম রাখা নিয়ে দু'পক্ষের সংঘর্ষে আহত ৫০

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ): ছাতকে মসজিদের ইমাম রাখা নিয়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অধশতা‌ধিক মানুষ। আশংকাজনক অবস্থায় ১০ব‌্যক্তিকে সিলেট ওসমা‌নি মে‌ডিক‌েল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
মঙ্গলবার সকালে উপজেলার কালারুকা ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পু‌লিশের টহল রয়েছে। প‌রি‌স্থি‌তি শান্ত বলে পু‌লিশ নি‌শ্চিত করেছে।
 
জানা যায়, কালারুকা রাজাপুর গ্রামের আজিম ও জা‌কিরের মধ্যে মসজিদের ইমাম রাখা নিয়ে কথা কাটাকা‌টি হয়।এর জের ধরে দেশিও অস্ত্র, ইট, কাটা পাথর, লা‌ঠি, দুল‌পি নিয়ে দু'পক্ষ দু'ঘন্টা ব‌্যা‌পি সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে কালারুকা ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান তাজ উদ্দিন, সেনা বা‌হিনী ও পু‌লিশ ঘটনাস্থলে পৌছে প‌রি‌স্থি‌তি‌ নিয়ন্ত্রনে নিয়ে আসেন। গুরুতর আহতরা হলেন, আব্দুল হক, জা‌কির হোসেন, কাওসার আহমদ, নজরুল ইসলাম, আইন উদ্দিন, ফ‌রিদ আহমদ, আবুল কালাম, আজিম উদ্দিন, খুদেজা বেগমকে সিলেট ওসমানি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ৪০জনকে ছাতক সদর ও কৈতক হাসপাতালে চি‌কিৎসা দেয়া হয়েছে।
 
আব্দুল হক জানান, আজিম ও আইন উদ্দিনের নেতৃত্বে দেশী অস্ত্র নিয়ে গ্রামের খুদেজা বেগমের বা‌ড়িতে হামলা ভাংচুর লুটপাট চালানো হয়। এঘটনার প্রতিরোধ করতে গিয়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। 
 
এ ব‌্যাপারে ও‌সি গোলাম কিব‌রিয়া হাসান ঘটনার সত‌্যতা নি‌শ্চিত করে বলেন, ঘটনাস্থলে পু‌লিশ টহল জোরদার করা হয়েছে। প‌রি‌স্থি‌তি শান্ত রয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়