ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার বিকেলে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। নগরীর ভুবন মোহন পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাণিবাজারে গিয়ে শেষ হয়।
ভুবন মোহন পার্কে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, জেলা বিএনপির সদস্য সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, আসলাম সরকার, শফিকুল ইসলাম শাফিক ও জয়নাল আবেদীন শিবলী। অন্যদের মধ্যে মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনিসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এতে অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর দিল্লী দিশেহারা হয়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে। নিজ দেশে সংখ্যালঘু নির্যাতনে অভিযুক্ত মোদি সরকারের বাংলাদেশের ব্যাপারে নাক গলানো শোভা পায় না।
বক্তারা বলেন, যারা বিশৃঙ্খলা করে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় বসানোর স্বপ্ন দেখছেন, তাদের স্বপ্ন দেশের জনগণ কখনো পূরণ হতে দেবে না। কারণ খুনি হাসিনা বাংলাদেশকে একটি তলা বিহিন ঝুড়িতে পরিণত করেছে। যত টাকা স্বৈরাচার হাসিনা ও তার দোসররা লুটপাট করেছে তা দিয়ে বাংলাদেশের আমুল পরিবর্তন করা সম্ভব হতো। ভারতের তাবেদারী বাংলাদেশীরা আর মানে না। এজন্য মোদি সরকারের মাথা খারাপ হয়ে গেছে। তারা এখন পাগলের প্রলাপ বকতে শুরু করেছে। আর ভারতের দালাল মিডিয়া বাংলাদেশ নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে। সেইসাথে দুতাবাসে হামলা করছে।
আপনার মতামত লিখুন :