শিরোনাম
◈ আগামী সপ্তাহে ঢাকায় আসতে পারেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি ◈ স্ত্রী হত্যা মামলায় এসপি বাবুল আক্তারের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই ◈ ৬৯ কারাগারের ঝুঁকিপূর্ণ ১৭টি, পলাতক এখনও ৭০০ বন্দি ◈ ভারত সাম্প্রদায়িক আগ্রাসন অব্যাহত রাখলে বাংলা বিহার ও উড়িষ্যার দাবি করবে বাংলাদেশ: রিজভী (ভিডিও) ◈ অন্তঃসত্ত্বা প্রেমিকা শাহিদা ইসলামকে ইউটিউব দেখে অস্ত্র চালানো শিখে হত্যা ◈ মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি বিএনপি নেতা হারিছ চৌধুরীর ◈ অতীতের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা  ◈ ৩২ দলের ক্লাব বিশ্বকাপ ফুটবল জুনে শুরু ◈ ‘আবার এলো বিপিএল’ থিম সং প্রকাশ, কয়েকটি লাইন লিখেছেন ড. ইউনূস ◈ মায়োর্কাকে হারিয়ে লা লিগায় জয়ের ধারায় ফিরলো  বার্সেলোনা

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৪, ০৩:১৮ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৪, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্তে বিজিবির হাতে এক ভারতীয় আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে নাজির উদ্দিন কার্তিক (২৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকালে উপজেলার বাংগাবাড়ি বিওপির সীমান্ত পিলার ২০৪/এমপি হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কেতাব বাজার থেকে তাকে আটক করা হয়।

আটককৃত নাজির উদ্দিন কার্তিক ভারতের বিহার জেলার আবাদপুর থানার গোবিন্দপুর গ্রামের মৃত মছির উদ্দিনের ছেলে। 

নওগাঁ-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমান জানান, সকালে বাংগাবাড়ি বিওপির সদস্যরা টহল দিচ্ছিল। এ সময় নাজির উদ্দিন কার্তিকের গতিবিধি সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তিনি ভারতীয় নাগরিক। এ সময় তিনি বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেননি। পরে তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, নাজির উদ্দিন কার্তিককে তল্লাশি চালিয়ে ১০ ভারতীয় রুপি এবং বাংলাদেশি নগদ ২৫০ টাকা পাওয়া যায়।

বিজিবি জানায়, জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, গত ১০ দিন পূর্বে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। উৎস: যুগান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়