শিরোনাম
◈ তিন স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ করে দিয়েছে ভারতীয়রা ◈ নভেম্বরে রপ্তানি আয় ৪১১ কোটি ৯৭ লাখ ডলার ◈ আগামী সপ্তাহে ঢাকায় আসতে পারেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি ◈ স্ত্রী হত্যা মামলায় এসপি বাবুল আক্তারের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই ◈ ৬৯ কারাগারের ঝুঁকিপূর্ণ ১৭টি, পলাতক এখনও ৭০০ বন্দি ◈ ভারত সাম্প্রদায়িক আগ্রাসন অব্যাহত রাখলে বাংলা বিহার ও উড়িষ্যার দাবি করবে বাংলাদেশ: রিজভী (ভিডিও) ◈ অন্তঃসত্ত্বা প্রেমিকা শাহিদা ইসলামকে ইউটিউব দেখে অস্ত্র চালানো শিখে হত্যা ◈ মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি বিএনপি নেতা হারিছ চৌধুরীর ◈ অতীতের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা  ◈ ৩২ দলের ক্লাব বিশ্বকাপ ফুটবল জুনে শুরু

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৪, ০২:০৭ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৪, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুনামগঞ্জে দু’পক্ষের ‘ব.ন্দুকযু.দ্ধে’ ১১ জন গু.লিবিদ্ধ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র সুনামগঞ্জের দিরাইয়ে দু’পক্ষের ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ ১১ জনসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- মুহিবুর রহমান চৌধুরী (২৫), আঞ্জু চৌধুরী (২৩), সোহেল চৌধুরী (২৫), জুয়েল চৌধুরী (৪০), আকমল চৌধুরী (৬২), কনর চৌধুরী (৫৫), শুভ চৌধুরী (২৭), ইসলাম উদ্দিন চৌধুরী (৬৫), জাবেদ চৌধুরী (২৫), তাসিম চৌধুরী (২৮), রাবেল চৌধুরী (২৭), জুবেদ চৌধুরী (৩২) ও মুর্শেদ চৌধুরীকে (৪২)। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রামে আনু মিয়া চৌধুরী ও নানু মিয়া চৌধুরীর সঙ্গে একই গ্রামের জসীম উদ্দিন চৌধুরী ও সুমন চৌধুরীর লোকেদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। উভয় পক্ষের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। পূর্ব থেকে চলে আসা বিরোধে উভয় পক্ষের মধ্যে একাধিকবার ‘বন্দুকযুদ্ধ’ হয়।

মঙ্গলবার আনু চৌধুরীর করা একটি মামলার তদন্তে যায় দিরাই থানা পুলিশ। পুলিশ মামলা তদন্ত করে গ্রাম থেকে ফেরার পর উভয় পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে গুলিবিদ্ধ ১১ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এছাড়া আহত অন্যরা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসা নিয়েছেন।

ওসমানী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. প্রশান্ত সাগর দাস বলেন, আহতদের শরীরে ছররাগুলি লেগেছে। তাদের চিকিৎসা চলছে।

দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘আমি শুনেছি সাতজন গুলিবিদ্ধ হয়েছে, অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীদের গ্রেপ্তারে গ্রামে অভিযান চলছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। উৎস: বাংলানিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়