শিরোনাম
◈ ভারতে হাসিনার অবস্থান ঢাকা-দিল্লি সম্পর্ককে বিরক্তিকর করছে ◈ সরকারের জাতীয় ঐক্যের আহ্বানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি  ◈ খালেদা জিয়ার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ আমাকে নিয়ে যা যা ঘটছে, তা blessings in disguised হিসেবে গ্রহণ করছি : মুন্নী সাহা ◈ সবচেয়ে মূল্যবান খেলোয়াড়দের তালিকায় বেশি বয়সী মেসি-রোনালদো ◈ সিলেটে চা শ্রমিক সেজে টি-টোয়েন্টি ট্রফি উম্মোচন করলেন দুই অধিনায়ক ◈ বিওএ’র ম্যারাথন ২০ ডিসেম্বর, লোগো উন্মোচন ◈ শেখ হাসিনার শাসনামলে যে পরিমাণ অর্থ লুট করেছে তা পৃথিবীর আর্থিক ইতিহাসে সর্বোচ্চ ◈ পুলিশকে জনগণের কাছে যেতে হবে, তাদের সমস্যার কথা শুনতে হবে: ডিএমপি  ◈ অ্যাকাউন্টের বিষয়ে মুন্নী সাহার সংশ্লিষ্টতা নেই’, অস্বাভাবিক লেনদেনের কথা অস্বীকার করেছেন কবির হোসেন তাপস

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৪, ১১:১৮ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৪, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে বিএনপির সব থানা-ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা

চট্টগ্রাম নগরীর ১৫টি থানা ও ৪৩টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। মেয়াদোত্তীর্ণ হওয়ায় এসব কমিটি বিলুপ্ত করা হয়। বিলুপ্ত ঘোষিত থানা ও ওয়ার্ডে দ্রুততম সময়ের মধ্যে আন্দোলনে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠন করা হবে।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয় নছিমন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ সংবাদ সম্মেলনে বলেন, মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রম ঢেলে সাজানোর লক্ষ্যে গত ৭ জুলাই দুই সদস্যবিশিষ্ট কমিটি এবং পরবর্তীতে ৪ নভেম্বর ৫৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। দেশের এই ক্রান্তিকালে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে মেয়াদোত্তীর্ণ ১৫টি থানা ও ৪৩টি ওয়ার্ডের বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে।

এ সময় ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকা অবমাননার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে পতিত ফ্যাসিবাদের মূল হোতাদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্রমূলক অপচেষ্টা রুখে দিতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য নাজিমুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়