চট্টগ্রাম নগরীর ১৫টি থানা ও ৪৩টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। মেয়াদোত্তীর্ণ হওয়ায় এসব কমিটি বিলুপ্ত করা হয়। বিলুপ্ত ঘোষিত থানা ও ওয়ার্ডে দ্রুততম সময়ের মধ্যে আন্দোলনে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠন করা হবে।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয় নছিমন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ সংবাদ সম্মেলনে বলেন, মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রম ঢেলে সাজানোর লক্ষ্যে গত ৭ জুলাই দুই সদস্যবিশিষ্ট কমিটি এবং পরবর্তীতে ৪ নভেম্বর ৫৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। দেশের এই ক্রান্তিকালে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে মেয়াদোত্তীর্ণ ১৫টি থানা ও ৪৩টি ওয়ার্ডের বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে।
এ সময় ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকা অবমাননার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে পতিত ফ্যাসিবাদের মূল হোতাদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্রমূলক অপচেষ্টা রুখে দিতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য নাজিমুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :