শিরোনাম
◈ ভারতে হাসিনার অবস্থান ঢাকা-দিল্লি সম্পর্ককে বিরক্তিকর করছে ◈ সরকারের জাতীয় ঐক্যের আহ্বানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি  ◈ খালেদা জিয়ার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ আমাকে নিয়ে যা যা ঘটছে, তা blessings in disguised হিসেবে গ্রহণ করছি : মুন্নী সাহা ◈ সবচেয়ে মূল্যবান খেলোয়াড়দের তালিকায় বেশি বয়সী মেসি-রোনালদো ◈ সিলেটে চা শ্রমিক সেজে টি-টোয়েন্টি ট্রফি উম্মোচন করলেন দুই অধিনায়ক ◈ বিওএ’র ম্যারাথন ২০ ডিসেম্বর, লোগো উন্মোচন ◈ শেখ হাসিনার শাসনামলে যে পরিমাণ অর্থ লুট করেছে তা পৃথিবীর আর্থিক ইতিহাসে সর্বোচ্চ ◈ পুলিশকে জনগণের কাছে যেতে হবে, তাদের সমস্যার কথা শুনতে হবে: ডিএমপি  ◈ অ্যাকাউন্টের বিষয়ে মুন্নী সাহার সংশ্লিষ্টতা নেই’, অস্বাভাবিক লেনদেনের কথা অস্বীকার করেছেন কবির হোসেন তাপস

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৪, ০৭:৩৯ বিকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৪, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে জাতীয় জুট মিল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ : ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জাতীয় জুট মিল (কওমী জুট মিল) পুনরায় চালুর দাবীতে জেলা শ্রমিক দল ও জাতীয়তাবাদী পাট শ্রমিকদলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুরে জাতীয় জুটমিলের ১নং গেটের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

জাতীয় জুটমিলের মজদুর ইউনিয়নের সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেনের সভাপতিতে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি বিশা শেখ, সাধারণ সম্পাদক এম. এ ওয়াহাব, যুগ্ম- সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রিগান, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম লিটন প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ-দপ্তর সম্পাদক মোঃ এনামুল হক, সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম খান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ, জেলা জাসাস এর আহবায়ক মোঃ আব্দুলাহ আল মাহমুদ রানা, জেলাছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ প্রমুখ।

মানববন্ধনে প্রধান অতিথি জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু বলেন, সিরাজগঞ্জ কওমী জুটমিল বন্ধ হওয়ার কারণে অনেক শ্রমিকেরা কর্মস্থল হারিয়ে বেকারত্ব হয়ে পড়েছেন। আমরা সরকারকে বিব্রত করতে চাই না কিন্তু এর বাইরে কোনো উপায় থাকবে না। আমি জেনেছি যে সরকার ইতিমধ্যেই বেশ কয়েকটি জুটমিল চালুর উদ্যোগ নিয়েছে তার মধ্যে সিরাজগঞ্জের কওমি জুটমিল থাকতে হবে। কৃষি নির্ভর এ জেলায় ব্যাপক পাট উৎপাদন হয়। জুট মিল বন্ধ থাকায় কৃষক পাটের ন্যায্য মূল্য পায় না। বিগত লুটেরা সরকার সবগুলো প্রতিষ্ঠানের মতো এটাকেও ধ্বংস করে দিয়েছে। সরকার পলিথিন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য বিকল্প হিসেবে জুটমিলে তৈরি পাটের বস্ত্র এক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখতে পারে। তাই আমি অন্তর্বতীকালীন সরকারের কাছে তাদের বকেয়া বেতন দেয়ার দাবী করছি।পাট মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে আমি বলছি শ্রমিকদের বকেয়া বেতন অনুসন্ধান করে তাদের ন্যায্য পাওনা বকেয়া দেওয়া হোক। পরিশেষে তারা অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি কওমী জুট মিলটি পুনরায় চালুর পাশাপাশি শ্রমিকদের পাওনা বকেয়া প্রদান করার আহব্বান জানান। ##  


ছবিসহ নিউজ
সোহাগ হাসান জয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়