শিরোনাম
◈ বাংলাদেশকে দুর্বল নতজানু শক্তিহীন ভাবার অবকাশ নেই: আইন উপদেষ্টা (ভিডিও) ◈ দীর্ঘ ফেসবুক পোস্টে মৃত্যুর জন্য ১১ জনকে দায়ি করে আত্মহত্যা তনয়ের ◈ পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ফ্রান্সে সরকার পতন ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির একান্ত বৈঠক ◈ (৫ ডিসেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ দু-একদিনের মধ্যে সুখবর আসছে: জামায়াতের আমির (ভিডিও) ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের অতিরিক্ত সদস্য মোতায়েন ◈ ভারতে হাসিনার অবস্থান ঢাকা-দিল্লি সম্পর্ককে বিরক্তিকর করছে ◈ সরকারের জাতীয় ঐক্যের আহ্বানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি  ◈ খালেদা জিয়ার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৪, ০৬:৪৮ বিকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৪, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বদলি করা হলো সেই প্রধান শিক্ষককে

জাকারিয়া জাহিদ,কুয়াকাটা প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চর ধুলাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনিয়ম দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের পরেই সেই শিক্ষক আল-আমিন বিশ্বাসকে বদলি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস।

জানা গেছে, গত ২৬ নভেম্বর শিক্ষা কর্মকর্তার স্বাক্ষরিত এক আদেশে তাকে উপজেলার ১৬নং লালুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় বদলি করা হয়েছে। গত ২৬ নভেম্বর নতুন কর্মস্থলে যোগদান যোগদান করেছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, ধুলাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন আল আমিন বিশ্বাস। একই বিদ্যালয় চাকরি করছেন তার স্ত্রী ও তার কন্যা। এই শিক্ষক পরিবারের বিরুদ্ধে ছিল বিস্তর অভিযোগ। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেন শিক্ষা অফিসের কর্তা ব্যক্তিরা। সরেজমিনে পরিদর্শন করে অভিযোগের সত্যতা মেলে। পরে ৩১ অক্টোবর উপজেলা শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস তাকে শোকজ করেন। লিখিত জবাবে সন্তুষ্ট না হয়ে তাকে বদলি করা হয়েছে।  

এ বিষয়ে প্রধান শিক্ষক আল-আমিন বিশ্বাসের (০১৭৩৮১৯৭৪৭২) মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করছেন না। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস বলেন, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাকে গত ২৫ নভেম্বর উপজেলার ১৬নং লালুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় বদলি করা হয়েছে। ২৬ তারিখ তিনি নতুন কর্মস্থলে যোগদান করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়