মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে দুইদিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বটতলা মঞ্চে আলোচনা সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়।
সচেতন নাগরিক কমিটির সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথর বক্তব্য দেন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও। বিশেষ অতিথির বক্তব্য দেন, তথ্য কমিশন বাংলাদেশের প্রশাসন ও আইটি বিভাগের পরিচালক এস এম কামরুল ইসলাম, সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। সূচনা বক্তব্য দেন সনাক সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম রেজা। পরে গণশুনানি অনুষ্ঠিত হয়।
এবারের মেলায় সরকারি- বেরকারি মিলিয়ে ৬৭টি স্টলে নিজনিজ দপ্তরের বিভিন্ন তথ্য উপস্থাপন করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :