মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আলু, পেয়াজ, সোয়াবিন তেলসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মোড়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এই মানববন্ধন কর্মসুচির আয়োজন করে। প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচি চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ক্যাব চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি তাজেমুল হক ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সদস্য সাহিদা খাতুন, আসাদুজ্জামান।
সমাবেশে বক্তারা, সাম্প্রতিক সময়ে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন উল্লেখ করে পণ্যের দাম কমাতে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এছাড়াও বাজারে মনিটরিং বৃদ্ধি ও অসাধু ব্যবসায়ীদের শাস্তি দাবি জানান তারা। মানববন্ধন ও সমাবেশে সাধারণ মানুষসহ শিক্ষার্থীরা অংশ নেন।
আপনার মতামত লিখুন :