শিরোনাম
◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১০৭ কোটি ৭৫ লাখ ৬১ হাজার ২৪০ টাকা জমা পড়েছে ◈ আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলার ঘটনায় যা বললেন আসিফ নজরুল ◈ ভারতের করিমগঞ্জে বিক্ষোভকারীদের বাধায় বাংলাদেশে পণ্য আসা বন্ধ ◈ বাংলাদেশের ওপর দিয়ে ভারতকে ব্যান্ডউইথ নেওয়ার অনুমতি দেয়নি বিটিআরসি ◈ ভিডিও ভাইরাল হওয়া সেই নারীর মামলা নিল পুলিশ ◈ ‘ছাত্রশিবির যেসব প্রোগ্রামে থাকবে আমরা সেখানে যাবো না’ ◈ ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে রিট ◈ বাংলাদেশের মানুষ কারো দাদাগিরি পছন্দ করে না : জামায়াত আমির ◈ আসছে নতুন টাকা, বঙ্গবন্ধুর ছবির পরিবর্তে থাকছে ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’ ◈ ভারতকে শান্তিরক্ষী বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ আসিফ মাহমুদের

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৪, ১২:১৫ রাত
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২৪, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণপাড়ায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইমন সহ দুইজন গ্রেপ্তার

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত ও একাধিক ডাকাতি মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. ইমন (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া পুলিশ পৃথক আরেকটি অভিযানে মো. ইয়াসিন মিয়া ওরফে দানিশ (২৬) নামের আরও এক একাধিক মাদক মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করছেন।

গতকাল সোমবার সকালে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী ও শশীদল ইউনিয়নের শশীদল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মো. ইমন উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের জানু মিয়ার ছেলে ও মো. ইয়াসিন মিয়া শশীদল ইউনিয়নের শশীদল (মধ্যপাড়া পাঁচ পীর মাজার সংলগ্ন) গ্রামের মো. ইউসুফের ছেলে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। এতে পৃথকভাবে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) শান্তনু দেবনাথ, আবুল হাচানাত ও আনিসুর রহমান।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া মো. ইমন ব্রাহ্মণপাড়া থানার একটি ডাকাতি ও অস্ত্র মামলায় ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড প্রাপ্ত পলাতক আসামি। এছাড়া সে ব্রাহ্মণপাড়াসহ বিভিন্ন থানার আরও ৬ টি অস্ত্র ও ডাকাতি মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি। মো. ইয়াসিন মিয়া ওরফে দানিশ ব্রাহ্মণপাড়া থানার দুইটি মাদক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া সাজা ও পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের সোমবার (২ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়