ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত ও একাধিক ডাকাতি মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. ইমন (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া পুলিশ পৃথক আরেকটি অভিযানে মো. ইয়াসিন মিয়া ওরফে দানিশ (২৬) নামের আরও এক একাধিক মাদক মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করছেন।
গতকাল সোমবার সকালে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী ও শশীদল ইউনিয়নের শশীদল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মো. ইমন উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের জানু মিয়ার ছেলে ও মো. ইয়াসিন মিয়া শশীদল ইউনিয়নের শশীদল (মধ্যপাড়া পাঁচ পীর মাজার সংলগ্ন) গ্রামের মো. ইউসুফের ছেলে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। এতে পৃথকভাবে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) শান্তনু দেবনাথ, আবুল হাচানাত ও আনিসুর রহমান।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া মো. ইমন ব্রাহ্মণপাড়া থানার একটি ডাকাতি ও অস্ত্র মামলায় ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড প্রাপ্ত পলাতক আসামি। এছাড়া সে ব্রাহ্মণপাড়াসহ বিভিন্ন থানার আরও ৬ টি অস্ত্র ও ডাকাতি মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি। মো. ইয়াসিন মিয়া ওরফে দানিশ ব্রাহ্মণপাড়া থানার দুইটি মাদক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া সাজা ও পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের সোমবার (২ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :