শিরোনাম
◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১০৭ কোটি ৭৫ লাখ ৬১ হাজার ২৪০ টাকা জমা পড়েছে ◈ আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলার ঘটনায় যা বললেন আসিফ নজরুল ◈ ভারতের করিমগঞ্জে বিক্ষোভকারীদের বাধায় বাংলাদেশে পণ্য আসা বন্ধ ◈ বাংলাদেশের ওপর দিয়ে ভারতকে ব্যান্ডউইথ নেওয়ার অনুমতি দেয়নি বিটিআরসি ◈ ভিডিও ভাইরাল হওয়া সেই নারীর মামলা নিল পুলিশ ◈ ‘ছাত্রশিবির যেসব প্রোগ্রামে থাকবে আমরা সেখানে যাবো না’ ◈ ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে রিট ◈ বাংলাদেশের মানুষ কারো দাদাগিরি পছন্দ করে না : জামায়াত আমির ◈ আসছে নতুন টাকা, বঙ্গবন্ধুর ছবির পরিবর্তে থাকছে ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’ ◈ ভারতকে শান্তিরক্ষী বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ আসিফ মাহমুদের

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৪, ১২:০৬ রাত
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২৪, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জোরা খুনের মামলার স্বাক্ষীর বিরুদ্ধে আসামী পক্ষের মামলা, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন 

নাজমুল হক মুন্না, ( উজিরপুর)  বরিশাল : জেলার উজিরপুর উপজেলার সাতলায় জোরা খুনের মামলার স্বাক্ষীর বিরুদ্ধে আসামীর পক্ষের মিথ্যা মামলা দায়ের। খুনিদের হত্যা মামলা থেকে রেহাই পেতেই একের পর এক মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করার প্রতিবাদে আলোচিত জোড়াখুন মামলার অন্যতম আসামি, সন্ত্রাসী ও মামলাবাজ মিজানুর রহমান  মিয়ার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

২ ডিসেম্বর সকাল ১০ টায় সাতলা ইউনিয়ন পরিষদের সামনে প্রধান সড়কে ভুক্তভোগী মোস্তফা মিয়ার নের্তৃত্বে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।  মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে ভুক্তভোগী খলিলুর রহমান মিয়া,সালাম বিশ্বাস, আব্দুস সালাম মিয়া,বনি আমিন বালী,আব্দুল আজিজ বিশ্বাস,নুরুল হাওলাদার,দেলোয়ার বিশ্বাসসহ ৫ শতাধিক এলাকাবাসী।

এসময় বিক্ষুব্ধরা ষড়যন্ত্র মূলক ধর্ষণ মামলাসহ সকল মিথ্যা মামলা অচিরেই প্রত্যাহারসহ অভিযুক্ত মামলাবাজ মিজানুর রহমান মিয়াকে অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন। 

ভুক্তভোগীরা জানান,কিছু দিন পূর্বে মামলাবাজ মিজানুর রহমান মিয়ার কূ-পরামর্শে তার ভাই মনিরুজ্জামান মিয়া নিজের মাথা নিজেই কেটে তার বোন মমতাজ খানম মুক্তাকে বাদী করে মাছের ঘের কমিটির ১৫ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। 

সে ঘটনায় ২১ নভেম্বর এলাকাবাসী বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এরপর ক্ষিপ্ত হয়ে মিজানুর রহমান তার ভাই মনিরুজ্জামানের স্ত্রী মুক্তা আক্তার মিতুকে দিয়ে ফের নাটক সাজিয়ে ২৭ নভেম্বর বরিশাল আদালতে মোঃ ফায়জুল হক বালী ফারাহীন,জাকির হাওলাদার, সান্টু হাওলাদার, হাফিজুল মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে। যার মামলা নম্বর-৪৪৩/২০২৪ ইং।

এ বিষয়ে মামলার বাদী মুক্তা আক্তার মিতু জানান, আমরা থানায় যোগাযোগ করলে মামলা না নেওয়ায় কোর্টে গিয়ে মামলা দায়ের করি।  এ ব্যপারে মিজানুর রহমান বিষয়টি এড়িয়ে যায়।উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান ধর্ষণের মতো গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সাথে কেহ যোগাযোগ করলে এ বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবস্থা গ্রহণ করে থাকি। কিন্তু সাতলার বিষয়টি আমাদের জানা নেই তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়