শিরোনাম
◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১০৭ কোটি ৭৫ লাখ ৬১ হাজার ২৪০ টাকা জমা পড়েছে ◈ আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলার ঘটনায় যা বললেন আসিফ নজরুল ◈ ভারতের করিমগঞ্জে বিক্ষোভকারীদের বাধায় বাংলাদেশে পণ্য আসা বন্ধ ◈ বাংলাদেশের ওপর দিয়ে ভারতকে ব্যান্ডউইথ নেওয়ার অনুমতি দেয়নি বিটিআরসি ◈ ভিডিও ভাইরাল হওয়া সেই নারীর মামলা নিল পুলিশ ◈ ‘ছাত্রশিবির যেসব প্রোগ্রামে থাকবে আমরা সেখানে যাবো না’ ◈ ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে রিট ◈ বাংলাদেশের মানুষ কারো দাদাগিরি পছন্দ করে না : জামায়াত আমির ◈ আসছে নতুন টাকা, বঙ্গবন্ধুর ছবির পরিবর্তে থাকছে ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’ ◈ ভারতকে শান্তিরক্ষী বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ আসিফ মাহমুদের

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৪, ১২:০০ রাত
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২৪, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীনগরে নারীকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রসহ গ্রেফতার

মো: মুজাহিদ খাঁন, শ্রীনগর (মুন্সীগঞ্জ): ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সাহেদা আক্তারকে (২৩) গুলি করে হত্যার ঘটনায় প্রেমিক তৌহিদ শেখ তন্ময়কে (২৪) অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে বরিশালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার শামসুল আলম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তন্ময় ঢাকার ওয়ারী এলাকার মৃত শফিক শাহের ছেলে। 

জানা গেছে, গত শনিবার সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ে গুলিবিদ্ধ এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। পরে বিকালের দিকে উদ্ধারকৃত মোবাইল ফোনের সূত্র ধরে ওই নারীর নাম সাহেদা আক্তার বলে জানা যায়। সাহেদা ময়মনসিংহের
কোতোয়ালি থানার মৃত মোতালেবে হোসেনের মেয়ে। সে ঢাকায় ওয়ারী এলাকায় পরিবারের সাথে বসবাস করতো এবং একটি শিশুকে স্কুলে আনা নেওয়ার কাজ করতো। গত শুক্রবার রাত ১১ টার দিকে প্রেমিক তৌহিদের ফোন পেয়ে সে বাসা থেকে বের হয়ে আসে।

ভোরে শ্রীনগর উপজেলার দোগাছিতে এক্সপ্রেসওয়েতে হাটাহাটি করতে দেখে প্রত্যক্ষদর্শীরা। সকাল ৯ টার দিকে সড়কের সার্ভিস লেন সাহেদার গুলিবিদ্ধ লাশ শ্রীনগর থানা পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় পরদিন গত রবিবার নিহতের মা জরিনা বেগম বাদী হয়ে বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়