শিরোনাম
◈ ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে রিট ◈ বাংলাদেশের মানুষ কারো দাদাগিরি পছন্দ করে না : জামায়াত আমির ◈ আসছে নতুন টাকা, বঙ্গবন্ধুর ছবির পরিবর্তে থাকছে ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’ ◈ ভারতকে শান্তিরক্ষী বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ আসিফ মাহমুদের ◈ কমনওয়েলথ শুটিংয়ে স্বর্ণজয়ী সাদিয়া সুলতানা মারা গেছেন ◈ বাংলাদেশের সংখ্যালঘুরা অনেক নিরাপদ ও সম্মানের সঙ্গে আছে: মাহমুদুর রহমান ◈ এক সময়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন বৈরী: বাংলাদেশ-ভারত ◈ এবার বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিল বাবদ পাওনা ১৩৫ কোটি রুপি চাইল ত্রিপুরা ◈ ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ◈ ৭ হাজার বাংলাদেশি গ্রেফতার মালয়েশিয়ায়

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৪, ১০:২১ রাত
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২৪, ১২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাখিদের নিরাপদ আশ্রয়ে ফরিদপুরে গাছে গাছে মাটির হাঁড়ি

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ভিনদেশী পাখিদের নিরাপদ আশ্রয় তৈরিতে ‘গাছে-গাছে মাটির হাঁড়ি’ স্থাপন করে বাসা তৈরির মাধ্যমে এক ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে ছাত্রদল।
 
‘পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে, এদের রক্ষায় এগিয়ে আসুন’ এ স্লোগানকে সামনে রেখে  সোমবার (০২ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ ক্যাম্পাস ও আশেপাশের বিভিন্ন প্রজাতির গাছে অর্ধশতাধিক মাটির হাঁড়ি স্থাপন করা হয়।
 
ফরিদপুর জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মাহিদুল ইসলাম স্মরণের এমন ব্যতিক্রম উদ্যোগের সাথে ছিলেন- জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এম. মামুন রহমান, স্কুল বিষয়ক সম্পাদক মেহেদী হাসান রিমন, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আরিয়ান লিমন, জেলা ছাত্রদলের সদস্য মাহিম, কলেজ শিক্ষার্থী নয়ন, শিহাব, আপন, সাব্বির, রাকিবসহ অনেকেই। 
 
এব্যাপারে জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এম. মামুন রহমান বলেন, 'শীত মৌসুমে দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে পাখিরা ফরিদপুরে আসে। তাদের নির্ভরযোগ্য আবাসস্থল তৈরি করা হয় সরকারি রাজেন্দ্র কলেজের বিভিন্ন গাছে গাছে।'
 
জেলা ছাত্রদলের নেতাকর্মীরা জানান, 'পাখিরা আমাদের পরিবেশের অপরিহার্য অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখিদের নিরাপদ ঘর ও বসবাস নিশ্চিত করা সকলের কর্তব্যের মধ্যে পড়ে। পাখিরা প্রকৃতির অপরিহার্য সৌন্দর্য এবং জীববৈচিত্র্যের একটি উল্লেখযোগ্য প্রতিনিধিত্ব করে থাকে। সবাই মিলে পাখির ঘর গড়ে তুলি, প্রকৃতির সুন্দর মায়ায় আলোকিত হই- এটাই আমাদের প্রত্যাশা।'
 
তারা আরও জানান, 'পাখিদের জন্য গাছে গাছে মাটির হাঁড়ি বসানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে এসব মাটির হাঁড়ি ঝড়-বৃষ্টি ও শীত থেকে সুরক্ষিত থাকার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রজননে পাখিদের সহায়ক ভূমিকা পালন করবে। এ উদ্যোগ ধীরে ধীরে জেলা-উপজেলায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হবে। সাথে অন্যান্য পাখিপ্রেমীদেরও উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন তারা।'
  • সর্বশেষ
  • জনপ্রিয়