শিরোনাম
◈ বাংলাদেশের মানুষ কারো দাদাগিরি পছন্দ করে না : জামায়াত আমির ◈ আসছে নতুন টাকা, বঙ্গবন্ধুর ছবির পরিবর্তে থাকছে ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’ ◈ ভারতকে শান্তিরক্ষী বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ আসিফ মাহমুদের ◈ কমনওয়েলথ শুটিংয়ে স্বর্ণজয়ী সাদিয়া সুলতানা মারা গেছেন ◈ বাংলাদেশের সংখ্যালঘুরা অনেক নিরাপদ ও সম্মানের সঙ্গে আছে: মাহমুদুর রহমান ◈ এক সময়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন বৈরী: বাংলাদেশ-ভারত ◈ এবার বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিল বাবদ পাওনা ১৩৫ কোটি রুপি চাইল ত্রিপুরা ◈ ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ◈ ৭ হাজার বাংলাদেশি গ্রেফতার মালয়েশিয়ায় ◈ আগরতলায় হাইকমিশনে সহিংস হামলার ঘটনায় বাংলাদেশের তীব্র নিন্দা-প্রতিবাদ

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৪, ০৭:৩১ বিকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২৪, ১২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভেস্তে গেল বেনাপোল-পেট্রাপোল বানিজ্য ও যাতায়াত পরিসেবা বন্ধের চক্রান্ত

আইরিন হক, বেনাপোল( যশোর): বাংলাদেশে  রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার চিন্ময় কৃষনো দাসকে মুক্তির দাবিতে  বাংলাদেশের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধে ভারত-বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থল সীমান্ত পেট্টাপোলে অবরোধ কর্মসূচি পালন করছে বিজেপি। 

তবে  সীমান্তে ভারত সীমান্তরক্ষী বিএসএফ ও পুলিশের কড়া নিরাপত্তায় তাদের এ পরিকল্পনা ভেস্তে যায়। সীমান্তের জিরো পয়েন্টের কাছে কোনও বিক্ষোভকারীদের ঘেষতে দেয়া হয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ছাড়াও রাজ্য পুলিশের পক্ষ থেকেও সীমান্ত জুড়ে নেয়া হয়েছিল বাড়তি সতর্কাবস্থা।

এর আগে দেশে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার  চিন্ময় কৃষনো দাসকে মুক্তি  না দিলে ০২ ডিসেম্বর  সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে আমদানি,রফতানি, বাংলাদেশিদের ভিসা ও চিকিৎসা সেবা  বন্ধ করে দিবে বলে গত বুধবার  হুমকি  দিয়েছিলেন  বিজেপি নেতা ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী।

সোমবার(০২ ডিসেম্বর)  দুপুরের পর পেট্টাপোল এলাকায় কয়েক শ বিজেপি সমর্থকরা মঞ্চ বানিয়ে সভা করেন। সভায়  বক্তব্য রাখবেন বিজেপি নেতা ও রাজ্যটির বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। পরে শুন্য রেখায় বিক্ষোভ করে অপ্রতিকর ঘটনার চেষ্টা করে।  

 বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, পেট্রাপোল সীমান্তে সকাল থেকে  সভা,সমাবেশ চলছে জানতে পারেছি। তবে ভারতের পেট্রাপোল ইমিগ্রন কর্তৃপক্ষ এমন কোন নির্দেশনা দেয়নি যে পাসপোঁর্টধারী যাতায়াত বন্ধ রাখবে। ফলে যাত্রীর সংখ্যা কম হলেও  দুই দেশের মধ্যে যাত্রী চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে।

ভারত ফেরত পাসপোর্টধারী শাহাবুদ্দীন জানান, কিছু বাংলাদেশ বিরোধী মানুষ পশ্চিম বঙ্গের বনগা শহরে মাইকিং করে বাংলাদেশিদের হোটেলে থাকা বন্ধ করতে হোটেল মালিকদের চাপ প্রয়োগ করেছে। এতে সাধারন বাংলাদেশিদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়ালে অনেকে দেশে ফিরে এসেছে।  তবে প্রশাসনের পক্ষ থেকে কোন বাঁধা সৃষ্টি করা হয়নি। ফলে পাসপোর্টধারীরা সেখানে  অবস্থানে সহযোগীতা পেয়েছেন।  

উল্লেখ্য, সাম্প্রতি দেশদ্রোহীতার অপরাধে গ্রেফতার করা হয় ইসকন নেতা চিন্ময় কৃষনো দাস। এর পর থেকে তার মুক্তির দাবির  অযুহাতে আবারো দেশ বিরোধীরা মাথা চাড়া দিয়ে উঠে। তাদের উষ্কানিতে  ভারতের পশ্চিমবঙ্গের  উগ্রবাদী সংগঠনগুলো বাংলাদেশিদের ভিসা, চিকিৎসা সেবা ও দুই দেশের মধ্যে আমদানি,রফতানি বানিজ্য বন্ধ করতে ভারত সরকারকে চাপ প্রয়োগ করছে। তবে এখনও পর্যন্ত ভারত-বাংলা রাষ্ট্রিয় সম্পর্ক্য অটুট থাকায় স্বাভাবিক রয়েছে দুই দেশের মধ্যে বানিজ্য ও যাতায়াত ব্যবস্থা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়