শিরোনাম
◈ কমনওয়েলথ শুটিংয়ে স্বর্ণজয়ী সাদিয়া সুলতানা মারা গেছেন ◈ বাংলাদেশের সংখ্যালঘুরা অনেক নিরাপদ ও সম্মানের সঙ্গে আছে: মাহমুদুর রহমান ◈ এক সময়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন বৈরী: বাংলাদেশ-ভারত ◈ এবার বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিল বাবদ পাওনা ১৩৫ কোটি রুপি চাইল ত্রিপুরা ◈ ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ◈ ৭ হাজার বাংলাদেশি গ্রেফতার মালয়েশিয়ায় ◈ আগরতলায় হাইকমিশনে সহিংস হামলার ঘটনায় বাংলাদেশের তীব্র নিন্দা-প্রতিবাদ ◈ আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা, মমতার বক্তব্য, ভারতীয় মিডিয়ার অপপ্রচারে তীব্র নিন্দা, বিক্ষোভের ডাক ◈ রেফারির সিদ্ধান্তকে কেন্দ্র করে ফুটবল মাঠে রক্তক্ষয়ী সংঘর্ষ, শতাধিক সমর্থকের মৃত্যু ◈ হেফাজতে ইসলামের আমির ও বায়তুল মোকাররমের খতিবসহ শীর্ষ ১২ আলেমের বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৪, ০৬:১৭ বিকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২৪, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলতি মৌসুমে আদমদীঘিতে ৯ হাজার হেক্টর জমিতে রবিশস্য চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : চলতি মৌসুমে বগুড়ার আদমদীঘিতে ৯ হাজার হেক্টর জমিতে রবিশস্য চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ধান কাটার পর আলু, সরিষা, পেঁয়াজ ও নানা ধরনের সবজি চাষের জন্য কোমর বেঁধে মাঠে নেমেছেন কৃষকরা। কারোই যেন দম নেওয়ার সময় নেই।

আদমদীঘি উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ইতিমধ্যেই কৃষকরা আগাম জাতের রোপা আমন ধান কাটার পর সেই জমিতে রবিশস্য আবাদ শুরু করছেন। কৃষকরা বিভিন্ন জাতের আলু, সরিষা, পেঁয়াজ, মরিচ, ডাল ও নানা ধরনের শাক-সবজি রোপন করছেন। বাজারে দাম ভালো পাওয়ায় এবার এই উপজেলায় আলু ও সরিষা আবাদ দ্বিগুণ করছেন কৃষকেরা।

চলতি রবি মৌসুমে ৩ হাজার হেক্টর জমিতে আলু, ৫ হাজার ৫০০ হেক্টর জমিতে সরিষা, ৩০ হেক্টর জমিতে গম, ৫ হেক্টর জমিতে ভুট্টা, ৬০ হেক্টর জমিতে পেঁয়াজ, ৩০ হেক্টর জমিতে রসুন, ২৫ হেক্টর জমিতে মসুর ডাল, ৪শথ হেক্টর জমিতে শাক-সবজি এবং ৪০ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কোমারপুর গ্রামের কৃষক মাসুম রাব্বি জানান, গত মৌসুমে ৪ বিঘা সরিষা চাষ করেছিলাম। বাজারে দাম ভালো পাওয়ায় তিনি এবার ৬বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মীদের থেকে পরামর্শ পাচ্ছি। তাই আশা করছি, এবার ভালো ফলন হবে। ছাতিয়ানগ্রামের কৃষক এনামুল হক জানান, বাজারে আলু ও সরিষার দাম বেশি থাকায় এবার তিনি গত বছরের চেয়ে ২ বিঘারও বেশি জমিতে আলু ও সরিষা চাষ করেছেন।

আদমদীঘি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী বলেন, গত বছরের তুলনায় এবার সরিষা ও আলুর আবাদ বেশি করছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে আশা করা যাচ্ছে সব ফসলের বাম্পার ফলন হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়