শিরোনাম
◈ কমনওয়েলথ শুটিংয়ে স্বর্ণজয়ী সাদিয়া সুলতানা মারা গেছেন ◈ বাংলাদেশের সংখ্যালঘুরা অনেক নিরাপদ ও সম্মানের সঙ্গে আছে: মাহমুদুর রহমান ◈ এক সময়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন বৈরী: বাংলাদেশ-ভারত ◈ এবার বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিল বাবদ পাওনা ১৩৫ কোটি রুপি চাইল ত্রিপুরা ◈ ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ◈ ৭ হাজার বাংলাদেশি গ্রেফতার মালয়েশিয়ায় ◈ আগরতলায় হাইকমিশনে সহিংস হামলার ঘটনায় বাংলাদেশের তীব্র নিন্দা-প্রতিবাদ ◈ আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা, মমতার বক্তব্য, ভারতীয় মিডিয়ার অপপ্রচারে তীব্র নিন্দা, বিক্ষোভের ডাক ◈ রেফারির সিদ্ধান্তকে কেন্দ্র করে ফুটবল মাঠে রক্তক্ষয়ী সংঘর্ষ, শতাধিক সমর্থকের মৃত্যু ◈ হেফাজতে ইসলামের আমির ও বায়তুল মোকাররমের খতিবসহ শীর্ষ ১২ আলেমের বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৪, ০৪:২৩ দুপুর
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২৪, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সান্তাহার রেল এলাকায় ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে এলাকায় ট্রেনে কাটা পড়ে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় সান্তাহার রেলওয়ে থানাধীন রাণীনগর স্টেশনের চকের ব্রিজ নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নওগাঁর রাণীনগর উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের মৃত ইসমাইল প্রামানিকের ছেলে কুরবান প্রামানিক (৩০) ও একই গ্রামের কুরবান প্রামানিকের মেয়ে কোহেলী (১০)। 

এ ঘটনায় রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, সোমবার সকাল সাড়ে ১০ টায় রাণীনগর স্টেশনের দক্ষিণে চকের ব্রিজ নামক স্থানে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহী গামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান বাবা ও মেয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেন। এরপর লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়