শিরোনাম
◈ ট্রেনে ছিনতাই: ওমরাহ ভিসা থাকায় সেই মা-ছেলের পাসপোর্ট ফিরিয়ে দিল ◈ এক্সপ্রেসওয়েতে তরুণীর লাশ: বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য ◈ আ. লীগের 'আমলনামা' তুলে ধরে যা বললেন সারজিস ◈ বাংলাদেশ নিয়ে মমতার মন্তব্য, জবাবে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ জানুয়ারিতে বাংলাদেশে যুব উৎসবে সার্কভুক্ত দেশগুলোর তরুণদের আমন্ত্রণ জানালেন প্রধান উপদেষ্টা  ◈ 'আপনার পরিবারে মুক্তিযোদ্ধা কে?' উত্তরে যা বললেন দীপ্তি (ভিডিও) ◈ সরকারি চাকরিতে ৪ লাখ ৭৩ হাজার ১টি পদ শূন্যপদে নিয়োগের নির্দেশ ◈ পাকিস্তানি এক নারী নিজেকে ‘ট্রাম্পের মেয়ে’ বলে দাবি!(ভিডিও) ◈ ফের বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো পুলিশের ৯ কর্মকর্তাকে ◈ তাহলে এই জঘন্য আক্রমণ এবং হত্যাকাণ্ডের জন্য দায়ী কে? : সোহেল তাজ

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৪, ০৩:৫৫ দুপুর
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২৪, ০৬:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্শ্ববর্তী দেশের মিডিয়া বাংলাদেশ সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও)

পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমা‌দের সম্প‌র্কে ‌মিথ‌্যা প্রচার ক‌রছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট উপ‌দেষ্টা লেফ‌টেন‌্যান্ট জেনা‌রেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২ ডিসেম্বর) রংপুরে এক সফরে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট উপ‌দেষ্টা বলেন, ‘এখানে (বাংলাদেশে) কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি। পার্শবর্তী দেশের মিডিয়া আমাদের সম্পর্কে অনেক মিথ্যা প্রচার করে।’

তিনি বলেন, ‘তারা মিথ্যা প্রচার করছে, আপনারা সত‌্য প্রচার ক‌রে মিথ‌্যাটা‌কে বন্ধ ক‌রে দি‌তে পা‌রেন। সাংবা‌দিক‌দের‌কে অনু‌রোধ করব আপনারা সত‌্য প্রচার ক‌রলে তা‌দের মু‌খে চুনকা‌লি পড়‌বে।’

লেফ‌টেন‌্যান্ট জেনা‌রেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ব‌লেন, যারা মথ‌্যা মামলা দি‌চ্ছে তা‌দেরও আইনের আওতায় আনা হ‌বে। মিথ‌্যা মামলায়‌ যেন কেউ শা‌স্তি না পায় এ ব‌্যবস্থা আমরা নি‌চ্ছি। আমরা এ ব‌্যাপা‌রে এক‌টি ক‌মি‌টিও ক‌রে দি‌য়ে‌ছি। এ ছাড়াও দোষী‌দের বিরু‌দ্ধে আইনানুগ ব‌্যবস্থা গ্রহন করা হ‌বে।

তি‌নি দেশবাসীর প্রতি আহবান রে‌খে ব‌লেন, সবাই ধর্য‌্য ধারণ করুন এবং দে‌শের উন্ন‌তির জন‌্য আমা‌দের সবাইকে এক সা‌থে কাজ কর‌তে হ‌বে।

এর আগে বৈষম‌্যবি‌রোধী আন্দোল‌নে পু‌লি‌শের গু‌লি‌তে নিহত আবু সাঈদের কবর জিয়ারত করেন স্বরাষ্ট উপ‌দেষ্টা লেফ‌টেন‌্যান্ট জেনা‌রেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তি‌নি সকা‌লে উপ‌জেলার মদনখা‌লি ইউনিয়‌নের বাবনপুর গ্রা‌মে এসে প্রথ‌মে আবু সাঈদের কবর জিয়ারত ক‌রেন। এরপর আবু সাঈদের মা-বাবা,ভাই বোনের সা‌থে কথা ব‌লেন এবং উপহার সামগ্রী দেন। উৎস: দেশ রুপান্তর ও এস এ টিভি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়