দুর্গাপুরে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি : শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্নআয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে তাদের পাশে দাঁড়াল রাজশাহীর দুর্গাপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা আইকন মানবকল্যাণ সেবা সংস্থা। সোমবার সকালে পৌরসভা কার্যালয়ের সামনে ৮৫ জন অসহায়, হতদরিদ্র ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- দুর্গাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আখতার, পৌরসভার সহকারি প্রকৌশলী সাহাবুল হক, দুর্গাপুর পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক শাহাদাত হোসেন, দুর্গাপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা কামাল, সদস্য সচিব মিঠুন আলী, রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য পারভেজ আহমেদ পলাশ , যুবদল নেতা মিজানুর রহমান মিজান, মজনুর রহমান, ছাত্রদল নেতা হাসান আলী, উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব হাসিবসহ প্রমুখ।
পৌর ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক শাহাদাত হোসেন বলেন, এই শীতে সমাজের অনেক মানুষ খুবই কষ্টে আছেন। সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন, আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি।
মোফাজ্জল হোসেন
আপনার মতামত লিখুন :